Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আজ বিশ্মকর্মা পূজা।"ঘুড়ি মহিমা"

ছোট্ট একটি শব্দ ঘুড়ি,ফিরিয়ে দেয় বাল‍্যও কৈশরের উন্মুক্ত  আনন্দকে।সব আনন্দকে টপকে দিয়ে ঘুড়ি ওড়ানোর আনন্দ ;মাথার উপর নির্মল অনন্ত আকাশ-সদ‍্য ধান কাটা বিস্তীর্ণ-ঝলমলে মিঠে রোদ্দুর-হেমন্তের উত্তরে বাতাস।এ যেন ঘুড়ি ওড়ানোর এক উন্মুক্ত …

 





ছোট্ট একটি শব্দ ঘুড়ি,

ফিরিয়ে দেয় বাল‍্যও কৈশরের উন্মুক্ত  আনন্দকে।

সব আনন্দকে টপকে দিয়ে ঘুড়ি ওড়ানোর আনন্দ ;

মাথার উপর নির্মল অনন্ত আকাশ-

সদ‍্য ধান কাটা বিস্তীর্ণ-

ঝলমলে মিঠে রোদ্দুর-

হেমন্তের উত্তরে বাতাস।

এ যেন ঘুড়ি ওড়ানোর এক উন্মুক্ত  প্রাঙ্গণ।

খালি পা,দড়ি বাঁধা প‍্যান্ট,ঘুড়ি-লাটাই হাতে-

ছুটছি মাঠের পর মাঠ।

লক্ষ‍্য একটাই,আকাশে উড়িয়ে দেব ঘুড়িকে।

নীল আকাশের বুকে-

ঘুড়িকে পাখীর চোখ করে,

পিছন দিকে পা ফেলছি জোরে হাঁটতে গিয়ে-

হোঁচট খাচছি বারংবার পড়েও যাচ্ছি।

আকাশে ভাসতে থাকা কাটা ঘুড়ির মতোই-

দূরন্ত দৌড় দিচ্ছি ক্ষিপ্ত বালকের মতো।

সব পেরিয়ে-

বনঘাঁটির বিশাল বড় লাঠি ছিল ঘুড়ি লুটের অস্ত্র।

ঠিক যেন ঘুড়ি লুটের যুদ্ধ, যুদ্ধই বটে-

হাত-পা দিয়ে রক্ত ঝরছে,

প্রলেপ পড়ছে বনঘাঁটির রস,

সবেতেই বনঘাঁটি-

ঘুড়ি লুটতে,ঘুড়ি খুঁজতে, ক্ষত নিরাময় করতে,

বনঘাঁটি আমার পরম বন্ধু।

অনিদ্রায় কত রাত কাটিয়েছি-

ঘুড়ি লাটাই-এর আকর্ষণে।

পয়সা ছিল না কেনার,

এক ফুট লম্বা কঞ্চি আমার লাটাই,

আর পরিবেশ বান্ধব রঙিন কাগজ ছিল ঘুড়ি।

লাট্টু শতরঞ্জি পায়রাখুপি মোমবাতি-

কত রকমারি ঘুড়ি।

বিস্তর গবেষণা চলত-

ঘুড়ির সুতো কাটার মাঞ্জা তৈরী করতে।

ঘুড়ির সান্নিধ্য ছাড়া জীবনটাই যে ভো-কাট্টা।

ঘুড়ি-মহিমার মহিমান্বিত রসদ-

জীবন সায়াহ্নেও রয়ে গেল আমার অন্তস্থলে।

No comments