Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

"সময়ের মুখ" পত্রিকা আয়োজিত কবি হেমন্ত কুমার মাইতির পঞ্চাশটি প্রিয় গল্পের বই প্রকাশ

পূর্ব মেদিনীপুর জেলার  পটাশপুর-২এর দক্ষিণখাড় স্টার ক্লাবে "সময়ের মুখ" পত্রিকা আয়োজিত কবি হেমন্ত কুমার মাইতির পঞ্চাশটি প্রিয় গল্পের বই প্রকাশ ও সন্ধ্যা মাইতি স্মৃতি স্মারক সম্মাননা-২১ প্রদান অনুষ্ঠান হয় রবিবার।
এদিন …

 





পূর্ব মেদিনীপুর জেলার  পটাশপুর-২এর দক্ষিণখাড় স্টার ক্লাবে "সময়ের মুখ" পত্রিকা আয়োজিত কবি হেমন্ত কুমার মাইতির পঞ্চাশটি প্রিয় গল্পের বই প্রকাশ ও সন্ধ্যা মাইতি স্মৃতি স্মারক সম্মাননা-২১ প্রদান অনুষ্ঠান হয় রবিবার।


এদিন মঙ্গলদীপ জ্বেলে ও সন্ধ্যা মাইতির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনে অনুষ্ঠানের সূচনা করেন সভার সভাপতি খাড় হাইস্কুলের প্রধান শিক্ষক কমল কুমার পন্ডা ও আঞ্চলিক ইতিহাস গবেষক ও বহু গ্ৰন্থ প্রনেতা সাহিত্যিক মন্মথনাথ দাস। স্বাগত ভাষণে আয়োজক পত্রিকা সম্পাদক মানস কুমার মাইতি জানান- সন্ধ্যা মাইতি স্মৃতি সম্মাননা-২১  আঞ্চলিক ইতিহাস গবেষক ও সাহিত্যিক মন্মথনাথ দাস, সাংবাদিক ও পত্রিকা সম্পাদক গৌরীশংকর মহাপাত্র, বাচিকশিল্পী চক্রধর দাস, কবি ও কথা সাহিত্যিক আঞ্চলিক ইতিহাসবিদ শান্তিপদ নন্দ, সাহিত্যিক ও লিটিল ম‍্যাগাজিন সম্পাদক সুদর্শন খাটুয়া, প্রাবন্ধিক ড: কালিপদ প্রধান, শিক্ষক কমল কুমার পন্ডা, সাংবাদিক গোপাল পাত্র, সঞ্জীব আচার্য ও শুভম সিং,

নাট্যকার ও অভিনেতা রমেশ চন্দ্র মুনীয়ান ,মৃৎশিল্পী পবন দাস ১৩জনকে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্মৃতি সম্মাননা প্রদান করা হয়।

No comments