দেশের প্রাক্তন রাষ্ট্রপতি শিক্ষাবিদ দার্শনিক ডক্টর রাধাকৃষ্ণন এর জন্ম দিবস পালিত হলো মহিষাদল এ । আজ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি মহিষাদল পূর্ব ও উত্তরচক্র শাখার উদ্যোগে আয়োজিত সমিতির কার্যালয়ে ডক্টর রাধাকৃষ্ণান র মূর্তিতে মাল…
দেশের প্রাক্তন রাষ্ট্রপতি শিক্ষাবিদ দার্শনিক ডক্টর রাধাকৃষ্ণন এর জন্ম দিবস পালিত হলো মহিষাদল এ । আজ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি মহিষাদল পূর্ব ও উত্তরচক্র শাখার উদ্যোগে আয়োজিত সমিতির কার্যালয়ে ডক্টর রাধাকৃষ্ণান র মূর্তিতে মাল্য দান করেন সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক অরূপ কুমার ভৌমিক। অনুষ্ঠানের রাধাকৃষ্ণান র জীবনী নিয়ে স্মৃতি চারণ করেন অতিথি বৃন্দ এর আগে জাতীয় পতাকা ও শিক্ষক সমিতির পতাকা উত্তোলন করেন মাখন চন্দ্র ঘোড়াই ও মনোরঞ্জন শ্রেণী । উপস্তিত ছিলেন চক্র সিমতির সাধারণ সম্পাদক প্রণবানন্দ দাস ,অরুন পাল প্রমূখ।
শিক্ষক দিবস উপলক্ষে গতকাল দিঘা শিক্ষক ভবনের সামনে শিক্ষক সামিতর জেলা শাখার উদ্যোগে বৃক্ষ রোপন করা হয়।বৃক্ষ রোপণ করেন সংকর প্রাসাদ মাইতি,অরূপ কুমার ভৌমিক,মীনাক্ষী জানা।,বেলা সাহু।
No comments