Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

22 তম বর্ষে মহিষাদল স্পোটিং ক্লাবের শারদ উৎসবের খুঁটি দাঁড় করাচ্ছেন মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী

আজ ৩ সেপ্টেম্বর২০২১ শুক্রবার, সকাল ১১  টায় মহিষাদল স্পোটিং ক্লাবের 22 তম বর্ষের  শারদ উৎসব  2021 এর খুঁটি পুজো র নারিকেল ফাটিয়ে শুভ উদ্বোধন করেন মহিষাদলের জনপ্রিয় বিধায়ক তিলক কুমার চক্রবর্তী । খুঁটি পুজোর শুভ অনুষ্ঠানে  বিধা…

 
 আজ ৩ সেপ্টেম্বর২০২১ শুক্রবার, সকাল ১১  টায় মহিষাদল স্পোটিং ক্লাবের 22 তম বর্ষের  শারদ উৎসব  2021 এর খুঁটি পুজো র নারিকেল ফাটিয়ে শুভ উদ্বোধন করেন মহিষাদলের জনপ্রিয় বিধায়ক তিলক কুমার চক্রবর্তী । খুঁটি পুজোর শুভ অনুষ্ঠানে  বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন ক্লাব প্রাঙ্গণে  মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, বিশিষ্ট সমাজসেবী সবাই এর পরিচিত শুভাশিস বিশ্বাস ( ডাকনাম বাবুদা) , ক্লাবের সভাপতি রমেশ সাঁতরা এবং ক্লাব সম্পাদক সুদীপ্ত  বয়াল সহ  ক্লাবের অন্যান্য সদস্যগণ  । করোনার স্বাস্থ্যবিধির নিয়ম মেনেই আজকে খুঁটি পূজার আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছেন , ক্লাব সম্পাদক সুদীপ্ত বয়াল ।

No comments