Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্ষুদিরাম বসুর ফাঁসির অর্ডার কপি

অবিভক্ত মেদিনীপুরের তথা বাংলার তথা দেশের বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুকে ১১ আগস্ট ফাঁসিতে ঝোলানো হয়েছিল । তখন তাঁর বয়স হয়েছিল ১৮ বছর ৭ মাস ১১ দিন । ভারতকে স্বাধীন করবার প্রেরণা নিয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী ব্রিটিশ ম্যা…

 





অবিভক্ত মেদিনীপুরের তথা বাংলার তথা দেশের বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুকে ১১ আগস্ট ফাঁসিতে ঝোলানো হয়েছিল । তখন তাঁর বয়স হয়েছিল ১৮ বছর ৭ মাস ১১ দিন । ভারতকে স্বাধীন করবার প্রেরণা নিয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে গুপ্তহত্যা করবার জন্য বোমা ছুঁড়ে ছিলেন । কিন্তু যে গাড়িতে বোমা মারা হয়েছিল সেই গাড়িতে ম্যাজিস্ট্রেট এর পরিবর্তে ছিলেন মিসেস কেনেডি ও তার কন্যা । ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় । এরপর প্রফুল্ল চাকী ধরা না দিয়ে পটাশিয়াম সায়ানাইড মুখে পুরে মৃত্যুবরণ করেন ঘটনাস্থলে । ব্রিটিশ পুলিশ ক্ষুদিরাম বসুকে গ্রেপ্তার করে এবং পরে বিচার করে ফাঁসির নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট । স্বাধীনতার অগ্নি সূর্য বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রাণে যিনি এই বিপ্লবের আগুন জ্বালিয়ে দিয়েছিলেন তিনি হলেন সত্যেন্দ্রনাথ বসু । অল্প বয়সের ছেলেদের হাতে তুলে দিতেন স্বামী বিবেকানন্দের রচনাবলী । ফাঁসির পূর্বমুহূর্তে তিনি ছিলেন নির্ভীক । ফাঁসুড়ে যখন ঘড়িতে সময় দেখছেন , তিনি ব্যস্ত হয়ে বলে ওঠেন " এত দেরি করছ কেন তোমরা ? তিনি হাসতে হাসতে মৃত্যুবরণ করেছিলেন ।  তিনি  ফাঁসির মুহূর্তে আরও বলেছিলেন যত তাড়াতাড়ি তোমরা আমায় মারবে , তত তাড়াতাড়ি আমি আবার এই দেশের বুকে জন্ম নেবো । আর আবার তোমাদের উপর বোমা ছুঁড়বো । মুখে কালো কাপড় দিয়ে ঢাকা দেওয়ার সময় বলেছিলেন " আমি কাপুরুষ নই  , যে মরতে ভয় পাবো " । আজ তাঁর প্রয়াণ দিবসে দেশবাসী আমরা শপথ নেবো  , দেশের অখন্ডতা , মানুষের বাক স্বাধীনতা , দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে  অক্ষত রেখে তাঁর প্রয়ান দিবসে প্রকৃত সম্মান রক্ষা করবো আমরা সকল দেশবাসী । বন্দেমাতরম ।

No comments