Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সময়ের ধারাভাষ্য সুদর্শন পণ্ডা

একটা সময় ছিল যখন--সীমা বা 'বৃত্তি-হরণ'-কে ভাবা হতমাতৃহরণের সমতুল। এখন সরাসরি মাতৃ-হরণের যুগ। অলিগলি আবাস -স্থল বা কারখানার অন্দর থেকে যানবাহনের অন্ধকার ----সর্বত্রই। কখনওবা  সূর্যালোকই সই .......এবং অন্ধা কানুন চোখে কাপড…

 






একটা সময় ছিল যখন--

সীমা বা 'বৃত্তি-হরণ'-কে ভাবা হত

মাতৃহরণের সমতুল। 

এখন সরাসরি মাতৃ-হরণের যুগ। 

অলিগলি আবাস -স্থল বা কারখানার অন্দর থেকে যানবাহনের অন্ধকার ----সর্বত্রই। 

কখনওবা  সূর্যালোকই সই .......

এবং অন্ধা কানুন 

চোখে কাপড় বেঁধে রাখে

গান্ধারীর পাতিব্রত্যের পরাকাষ্ঠায়। 

একটা সময় ছিল যখন ---

জারী  সারী  তর্জা  ঝুমুর  আর  

কবিগানের আসর 

বসত গ্রাম্য বটতলায় ---সাবেক বাদ্য বাদনে। 

ছিনতাই হয়ে সে আসর এখন বসে 

রাজনীতির ময় দানবের দালানে। 

সাবেক সেই  কঅক্ষর গোমাংসরাই

 বিচারক এখনও ।

অতএব  শেষ বিচারে ব্রজ মাষ্টারের জিত। 

গো-হারাণ হারে  হারাণ মাষ্টার

'আই ডোন্ট নো '-এর অর্থের  স্পষ্টীকরণে ।

রাজনীতির ময়দানে 

ধান্দার হাতেই রেফারীর বাঁশি থাকে সব সময়।  

একটা সময় ছিল যখন --

লংকা ভাগ করার জন্যে বসে পড়ত কালনেমীরা। 

জব্বর ছিল মেরুর দুই প্রান্তে দুই  তন্ত্রের লড়াই। 

তার পর এক মেরু হাপিস। 

ফের প্রতিপক্ষ বদলে 

শুরু হয়েছে ভাগাভাগির টক্কর -- সমানে সমানে। 

সনি লিস্টন  বনাম ক্যাসিয়াস ক্লে। 

একটা সময় ছিল যখন--

অস্তিত্বই ছিল না  জেহাদী হ'য়ে ওঠা 

একটা  'এখন '-এর। 

জঠর-মুক্ত হয়েই যেন অহীরাবণ ।

যদিও প্রতিপক্ষ গুলো 

কারবালা হয়ে ওঠে কখনও। 

 সময় কিন্তু নাম বদলায় প্রায়শঃই ---

' সু '  আর  'কু '- যুক্ত  হয়ে ।

এবং  বংশ গুলোও হয়ে ওঠে 

'কুরু'  কিংবা  'যদু '-বংশের  নামাঙ্কিত। 


No comments