টিউশান পড়তে গিয়ে পথ হারিয়ে ফেলে ১২ বছর বয়সের শুভদীপ মাইতি।এগরার মহাবিশ্রা গ্রামের বাসিন্দা ছোট্ট শুভদীপ, মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে কিছুটা দুরে টিউশান পড়তে যায় শুভদীপ। বেলা গড়িয়ে সন্ধ্যা নামলে ছেলে টিউশান থেকে বাড়ি না ফে…
টিউশান পড়তে গিয়ে পথ হারিয়ে ফেলে ১২ বছর বয়সের শুভদীপ মাইতি।এগরার মহাবিশ্রা গ্রামের বাসিন্দা ছোট্ট শুভদীপ, মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে কিছুটা দুরে টিউশান পড়তে যায় শুভদীপ। বেলা গড়িয়ে সন্ধ্যা নামলে ছেলে টিউশান থেকে বাড়ি না ফেরায় এগরা থানার দারস্থ হয় ছেলেটির পরিবার। দীর্ঘ সময় কেটে গেলে বাড়িতে না ফিরে আসায় কান্নাকাটি পড়ে বাড়ির পরিজনদের মধ্যে। শেষে এগরা থানায় নিখোঁজ ডায়েরি করে তাঁর পরিবার। ওউিদিন রাত দশটা নাগাদ এগরা শহরের ২ ব্লকের ভবানিচক তেল পাম্পের সামনে একটি চা দোকানের কাছে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় চা দোকানি। ছেলেটিকে এলাকার সংলগ্ন একটি চা দোকানের কাছে ঘুরতে দেখে সন্দেহ হয় স্থানীয় দোকানদারের। যে কারনে সেই দোকানদার ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করলে ছেলেটি জানায় সে দিকভ্রান্ত হয়ে পথ হারিয়ে ফেলেছে, বাড়ি ফিরে যাওয়ার রাস্তা কোনটা তা খুঁজে পাচ্ছে না। যে কারনে প্রথমত পথ ভুল করে কাঁথি চলে যায়,কিছু মানুষকে জিজ্ঞাসা করে ঘুরে আসে এগরার ভবানিচক এলাকায়। ওই দোকানদারের সহযোগীতায় এবং স্থানীয় মানুষদের সহযোগীতায় ওইদিন রাতেই এগরা থানার পুলিশ ছেলেটিকে উদ্ধার করে তাঁর পরিবারের কাছে পৌঁছে। ছেলেকে ফিরে পেয়ে পুলিশ প্রশাসন ও ওই দোকানদারকে সাধুবাদ জানায় তাঁর মা ।
No comments