কাঁথি পূর্ব মেদিনীপুর।আজকে ১১ ই আগষ্ট ১১৪ তম শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে পশ্চিম বঙ্গ গৃহ শিক্ষক কল্যান সমিতির পূর্ব মেদিনীপুর জেলার কমিটির কাঁথি পৌরসভা ইউনিটের পক্ষ থেকে কাঁথি কিশোর নগর শচীন্দ্র শিক্ষা সদনের কাছে শহ…
কাঁথি পূর্ব মেদিনীপুর।আজকে ১১ ই আগষ্ট ১১৪ তম শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে পশ্চিম বঙ্গ গৃহ শিক্ষক কল্যান সমিতির পূর্ব মেদিনীপুর জেলার কমিটির কাঁথি পৌরসভা ইউনিটের পক্ষ থেকে কাঁথি কিশোর নগর শচীন্দ্র শিক্ষা সদনের কাছে শহিদ ক্ষুদিরামের মর্মর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য করলেন পৌরসভা ইউনিটের সম্পাদক দিলিপ দাস।কোষাধক্ষ্য চন্ডীচরন দাস সভাপতি বিরৎ চন্দ্র মন্ডল।দেশপ্রান ব্লক ইউনিটের সম্পাদক দীপু খান।কাঁথি ১ নং ইউনিটের শিক্ষিকা সাবিনা ইয়াসমিন।জরিনা বিবি।এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভা ইউনিটের কর্মকর্তা দীপক দাস।সুপ্রকাশ জানা।কনভেনার সেক নুরসেলিম।মহাদেব মন্ডল সহ আরো অনেকে।এছাড়া গৃহ শিক্ষক কল্যান সমিতিকে এই মহতি উদ্যোগে সাহায্যে করেন কাঁথি ক্ষুদিরাম বসু সুরক্ষা কমিটির সম্পাদক বিশ্বজিৎ রায়।সহ সম্পাদক কেশব দাস।শিক্ষিকা গীতা প্রধান সহ সুরক্ষা কমিটির আরো অনেক শিক্ষা ও আচার্য গন।
No comments