প্রদীপ মাইতি,পূর্ব মেদিনীপুর:-পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর -২ ব্লকের আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনল খোদ তৃণমূল কংগ্রেস,পটাশপুর-২ ব্লকের আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের মোট-১৯ টি আসনের মধ্যে সতেরো জন্য পঞ্চায়েত…
প্রদীপ মাইতি,পূর্ব মেদিনীপুর:-পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর -২ ব্লকের আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনল খোদ তৃণমূল কংগ্রেস,পটাশপুর-২ ব্লকের আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের মোট-১৯ টি আসনের মধ্যে সতেরো জন্য পঞ্চায়েত সদস্য স্থানীয় প্রধানের মৌমিতা সর্দার (পাল) এর বিরুদ্ধে আনাস্থার পক্ষে ছিলেন।
এই সম্বন্ধে আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অপরেশ সাঁতরা বলেন আমাদের অনেক আগে থেকেই ওই দুর্নীতিগ্রস্ত প্রধানের বিরুদ্ধে লড়াই ছিল, অবশেষে মহামান্য আদালতের নির্দেশে অনাস্থা প্রস্তাব গৃহীত হয়েছে, আগামী দিনে আমরা দেখিয়ে দেব যারা সত্তিকারের তৃণমূল কংগ্রেসের কর্মী তারা কাজ করে এবং এলাকার উন্নয়ন করে দেখাবে এমনটাই জানালেন উপপ্রধান অপরেশ সাঁতরা, যদিও গোষ্ঠীদ্বন্দ্ব বিষয় নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন তৃণমূল কংগ্রেস এখন বৃহৎ হয়েছে এরমধ্যে দুর্নীতিগ্রস্ত যারা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দল। যদিও এই সম্বন্ধে পটাশপুর দু'নম্বর ব্লকের বিডিও শঙ্কু বিশ্বাস বলেন, "আদালতের রায় এখনো পর্যন্ত হাতে পায়নি, হাতে পেলে পদক্ষেপ নেওয়া হবে।"
No comments