হলদিয়া ওয়াটার সাপ্লাই প্রাইভেট লিমিটেডের সামনে শ্রমিক বিক্ষোভ। বিক্ষোভে প্রায় শতাধিক শ্রমিক। তাদের দাবি এই সংস্থা হলদিয়া উন্নয়ন পর্ষদ এর আন্ডারে ছিল। বর্তমানে এই প্রাইভেট সংস্থা ২৫ বছরের লিজ কন্টাক্ট নিয়েছে। যথারীতি শ্রমিকদ…
হলদিয়া ওয়াটার সাপ্লাই প্রাইভেট লিমিটেডের সামনে শ্রমিক বিক্ষোভ। বিক্ষোভে প্রায় শতাধিক শ্রমিক। তাদের দাবি এই সংস্থা হলদিয়া উন্নয়ন পর্ষদ এর আন্ডারে ছিল। বর্তমানে এই প্রাইভেট সংস্থা ২৫ বছরের লিজ কন্টাক্ট নিয়েছে। যথারীতি শ্রমিকদের সাথে তিন বছরের এগ্রিমেন্ট হয়েছিল। সেই তিন বছরের নানা বকেয়া টাকা এখনো পর্যন্ত প্রদান করেনি এই সংস্থা। তার উপর অতি মারির সময়ে লকডাউন, লকডাউন এর সময় বকেয়া টাকা বেতন বৃদ্ধি কিছুই করছে না এই সংস্থা এবং মৃত শ্রমিকের পরিবারের লোকজনও চাকরি পাচ্ছে না,চাকরি পাচ্ছে না ভূমি দাতাদের পরিবার। শ্রমিকদের সবদিক থেকে বঞ্চিত করে তারা আজ দিশেহারা বিপাকে। অথচ ঘুরপথে কোম্পানি তার নিজের মনঃপুত লোকজনদের নিয়োগ করছে। এই সমস্ত নানা অভিযোগ তুলে আজ সকাল থেকে গেটের সামনে বিক্ষোভ অবরোধের শামিল হয়েছে শ্রমিকরা। শ্রমিকরা জানাচ্ছেন তাদের দাবি না মানা পর্যন্ত তারা এই বিক্ষোভ অবরোধ চালিয়ে যাবেন। উল্লেখ্য গত 2 আগস্ট শ্রমিকরা একই অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছিল। সেদিন আধিকারিকরা আশ্বাস দিয়েছিল সব তাদের সমস্যা সমাধান করে দেবে। কিন্তু তার পরও কোনো সুরাহা হয় নি। উল্টে সুরাহা করার বদলে বেশকিছু জনের নামে বিক্ষোভ দেখানোর কারণে এফআইআর করেছে কোম্পানি। বাধ্য হয়ে ফের বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয়েছে শ্রমিকরা। যদিও কোম্পানির আধিকারিকরা এই বিষয়ে কিছুই বলতে চাননি।
No comments