Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রাইভেট শিক্ষক রাজবাড়ির গাছের তলায় বসে টিউশান পড়াচ্ছেন ছাত্র-ছাত্রীদের কে

মহানিম  গাছের তলায় বসে ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষাদান প্রাইভেট শিক্ষকের। মহিষাদলের ঐতিহাসিক রাজবাড়ির দুর্গা মন্দিরের সামনে  মহানিম গাছের তলায় ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষাদান করছেন প্রাইভেট শিক্ষক প্রদীপ কুমার অধিকারী । প্রদীপ বাবু মহ…

 





মহানিম  গাছের তলায় বসে ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষাদান প্রাইভেট শিক্ষকের। মহিষাদলের ঐতিহাসিক রাজবাড়ির দুর্গা মন্দিরের সামনে  মহানিম গাছের তলায় ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষাদান করছেন প্রাইভেট শিক্ষক প্রদীপ কুমার অধিকারী । প্রদীপ বাবু মহিষাদল ব্লক এর Chanpi গ্রামের বাসিন্দা। তিনি গণিত বিষয়ে গ্রাজুয়েশন করেছেন । বর্তমানে তার বয়স 62 বছর । চাকরির জন্য অনেক ইন্টারভিউ  দিয়েছেন । কিন্তু কপাল মন্দ হওয়ার জন্য ভাগ্যে কোন চাকুরি  (  Service  ) জুটে না। গত বুলবুল , আম্ফান ও  ইয়াস ঘূর্ণিঝড়ে দীর্ঘদিনের রাজবাড়ির মহানিম গাছের ডালগুলো ভেঙ্গে শুকনো হয়ে গিয়েছে  । যে কোন মুহূর্তে গাছের ভগ্ন ডালগুলি ভেঙ্গে গাছের তলায় পড়তে পারে। আর সেই  গাছের তলায় পঞ্চম শ্রেণি হইতে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদেরকে বসে শিক্ষাদান করছেন প্রদীপ কুমার অধিকারী । এই বিষয় নিয়ে প্রদীপবাবু কে প্রশ্ন করা হলে ।  তিনি বলেন, জায়গা খুঁজে পাচ্ছি না । তাই গাছের তলায় বসে এদেরকে প্রাইভেট শিক্ষক হিসাবে শিক্ষাদান করছি।

No comments