Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদলে করোনার সতর্কবার্তা র মাইকিং প্রচার চলছে

covid-19 সারাদেশের সাথে পূর্ব মেদিনীপুর জেলায় ছড়িয়ে পড়েছিল। একসময় মৃত্যুর মিছিল চলছিল। দ্বিতীয় ঢেউ শেষ হতে না হতেই বিশেষজ্ঞদের মতে,   করোনা অতি মহামারীর তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে । এ কথা মাথায় রেখে মহিষাদলের বিডিও , মহি…

 





covid-19 সারাদেশের সাথে পূর্ব মেদিনীপুর জেলায় ছড়িয়ে পড়েছিল। একসময় মৃত্যুর মিছিল চলছিল। দ্বিতীয় ঢেউ শেষ হতে না হতেই বিশেষজ্ঞদের মতে,   করোনা অতি মহামারীর তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে । এ কথা মাথায় রেখে মহিষাদলের বিডিও , মহিষাদল এর বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি, মহিষাদল থানার ওসি,  মহিষাদল বাজার কমিটির সভাপতি এবং এলাকার অর্থাৎ গঞ্জের বিভিন্ন বাজার কমিটির পদাধিকারী ব্যক্তিদের নিয়ে একটি আলোচনা ও সিদ্ধান্ত হয় যে, প্রতি বৃহস্পতিবার মহিষাদল বাজার এবং ব্লক এলাকার গঞ্জের ছোট  বাজার গুলি প্রতি বৃহস্পতিবার সমস্ত দিন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এবং বন্ধ রাখার জন্য সমস্ত দোকানদারদের উদ্দেশ্য  মহিষাদল বাজারে একটি মাইকিং করে প্রচার করা হয়। প্রচারে বলা হয় যে, সমস্ত দোকানদাররা নিজে মাক্স পরে এবং খরিদদারদের মাক্স পরা অবস্থায় জিনিসপত্র কেনা বেচা করতে হবে। যদি কোন দোকানদার এই নিয়ম ভঙ্গ করে। তাহলে বিপর্যয় মোকাবেলা আইনে পশ্চিমবঙ্গ সরকারের অতি মহামারী নিয়ন্ত্রণ আইন 2019     2020 নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে এবং কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। প্রয়োজনে সেই দোকানদারকে গ্রেফতার করতে পারে পুলিশ প্রশাসন বলে জানিয়েছেন , মহিষাদল ব্লকের বিডিও যোগেশ চন্দ্র মন্ডল। মহিষাদল এর বিধায়ক তিলক কুমার চক্রবর্তী জানিয়েছেন, সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে এবং মাক্স পরতে হবে । সরকারের ঘোষিত নিয়ম সবাইকে মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন । সবাই মেনে চলুন ও সুস্থ থাকুন  এবংসামাজিক দূরত্ব বজায় রাখুন। মহিষাদল থানার অফিসার ইনচার্জ স্বপন গোস্বামী জানান , ইতিমধ্যেই আমাদের থানার একটি টিম মহিষাদল শহরের বিভিন্ন জায়গায় চেকিং শুরু করে দিয়েছে। মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস বলেন , মিটিংয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হয়েছে উপস্থিত পদাধিকারী ব্যক্তিদের উপস্থিতিতে । যদি কোন দোকানদার বা কোন ব্যক্তি এই আইন না মেনে চলে।  তাহলে পুলিশ তাকে গ্রেফতার করতে পারে।

No comments