Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সুন্নি জামে মসজিদে শিশুদের ভ্যাকসিনেশন ক্যাম্প করল কাঁথি লায়ন্স ক্লাব

নন্দীগ্রাম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির  সহায়তায়ঃসুন্নি জামে মসজিদে শিশুদের ভ্যাকসিনেশন ক্যাম্প করল কাঁথি লায়ন্স ক্লাব।নন্দীগ্রাম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে এবং কাঁথি মহকুমা প্রশাসন ও কাঁথি পৌরসভার সহায়তা…

 




নন্দীগ্রাম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির  সহায়তায়ঃসুন্নি জামে মসজিদে শিশুদের ভ্যাকসিনেশন ক্যাম্প করল কাঁথি লায়ন্স ক্লাব।নন্দীগ্রাম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে এবং কাঁথি মহকুমা প্রশাসন ও কাঁথি পৌরসভার সহায়তায় বুধবার কাপ তিন নম্বর ওয়ার্ডের সুন্নি জামে মসজিদে অনুষ্ঠিত হল স্পেশাল ভ্যাকসিনেশন ক্যাম্প ।এক দিন থেকে পাঁচ বছর বয়সি নিয়মিত ভ্যাকসিনেশন ছুট  বাচ্চারা  এই ক্যাম্প থেকে ভ্যাকসিনেশন নিল  ।জেলার স্বাস্থ্য প্রশাসন ও মহকুমা প্রশাসনের সহায়তায় কাঁথি লায়ন্স ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হলো এই বিশেষ ক্যাম্প  ।

কাঁথি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের সুন্নি জামে মসজিদে  বাচ্চাদের এই বিশেষ ভ্যাকসিনেশন ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাঁথির মহকুমা শাসক।পৌরোহিত্য করেন কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র ।বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্য ষড়ঙ্গী, কাঁথি মহকুমা হাসপাতালের সুপার ডাঃ রজত পাল, কাঁথি পৌরসভার ভ্যাকসিনেশানের নোডাল অফিসার ডাঃ অনুতোষ পট্টনায়ক ,কাঁথি পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য রত্নদীপ মান্না, লায়ন্স ডিস্ট্রিক্টের জিএমটি কোর্ডিনেটর অর্ণব মাইতি, রিজিওনাল চেয়ারপার্সন অ্যাপোলো আলী, বিশ্বজিৎ মাইতি সহ অন্যান্যরা ।  কাঁথি পৌরসভার ১ নং, ৩ নং ,৪ নং

 ৭ নং, ১০ নং,১৫ নং, ১৬ নং,২০নং এবং ২১নং ওয়ার্ডের ভ্যাকসিনছুট বাচ্চাদের এই ক্যাম্পে নিয়ে এসে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়।  সরকারি নার্স ও আশা কর্মীরা এই শিশুদের ভ্যাকসিন প্রদান করে  ।  

কাঁথির মহকুমা শাসক এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন ভ্যাকসিন ছোট বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার জন্য  স্বাস্থ্য দপ্তরের কর্মসূচীকে সফল  করতে এগিয়ে এসে কাঁথি লায়ন্স ক্লাব  একটি অনন্য নজির গড়েছে অন্যান্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোকেও এভাবে সামাজিক কাজে আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।  নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্য ষড়ঙ্গি, হাসপাতালের সুপার ও কাঁথি পৌর এলাকার ভ্যাকসিনেশনের নোডাল অফিসার ডাঃ অনুতোষ পট্টনায়কও  তাঁদের ভাষণে  কাঁথি লায়ন্স ক্লাব  এবং সুন্নি জামে মসজিদ কমিটিকে সাধুবাদ জানান।  

কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র জানিয়েছেন স্বাস্থ্য দপ্তর থেকে ভ্যাকসিনছুট বাচ্চাদের তালিকা পাওয়ার পর গত দুদিন ধরে ক্লাবের সদস্যরা এই বাচ্চাদের বাড়ি বাড়ি  তাঁদের অভিভাবকদের এই ক্যাম্পে আসার অনুরোধ জানান ।সুস্মিত বাবু জানিয়েছেন এদের মধ্যে বেশিরভাগ জনই সংখ্যালঘু পরিবারের সদস্য।কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি বলেন তাদের ক্লাবের ও স্বাস্থ্য দপ্তরের আহ্বানে সাড়া দিয়ে নিয়মিত ভ্যাকসিন ছোট বাচ্চাদের নিয়ে তাদের পরিবারের লোকেরা ক্যাম্পে হাজির হন।   বলেন বাচ্চাদের ভ্যাকোসিন প্রদান করার পাশাপাশি এদিন তাদের স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। স্বাস্থ্য পরীক্ষা করেন বিশিষ্ট শিশু চিকিৎসক ডাঃ সৌমিত্র মণ্ডল ও কাঁথি পৌরসভার ভ্যাকসিনেশনের নোডাল অফিসার ডাঃ অনুতোষ পট্টনায়ক  । এ দিনের এই ভ্যাকসিন প্রদান  ক্যাম্প ও স্বাস্থ্য পরীক্ষা শিবির পরিচালনা  করেন সুন্নি জামে মসজিদ কমিটির সম্পাদক মঞ্জুর রহমান খান ও কাঁথি লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি বরুণ জানা।

No comments