কাঁথি মুসলিম শরাহ্ কমিটির ব্যবস্হাপনায় দারুয়া কারবালা ময়দানে তাজিয়া মিল্লাত অনুষ্ঠান অায়োজিত হবে। কোভিড বিধি মেনে বিভিন্ন মহল্লা থেকে দারুয়া কারবালা ময়দানে তাজিয়া এসে পৌঁছাবে। কিন্তু তাজিয়া অাসার মূল প্রবেশপথ কাঁথি - দারুয়া হাসপা…
কাঁথি মুসলিম শরাহ্ কমিটির ব্যবস্হাপনায় দারুয়া কারবালা ময়দানে তাজিয়া মিল্লাত অনুষ্ঠান অায়োজিত হবে। কোভিড বিধি মেনে বিভিন্ন মহল্লা থেকে দারুয়া কারবালা ময়দানে তাজিয়া এসে পৌঁছাবে। কিন্তু তাজিয়া অাসার মূল প্রবেশপথ কাঁথি - দারুয়া হাসপাতাল ( গান্ধী রোড) এর নীচু অংশে জল জমে অাছে।খড়কি মসজিদের কাছে হাইড্রেনের জল উপচে লোকালয়ে ঢুকে পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। কাঁথি পৌরসভার ৩ নং ওয়ার্ডের বড় দারুয়া সমাজকল্যাণ সংঘ পাশ্ববর্তী মাঠে ভাঙা ড্রেনের জলে পরিবেশ কলুষিত। কাঁথি উত্তর সাতবস্তীর তাজিয়া অাসার পথে পৌরসভার ১ নং ওয়ার্ডের মোল্লা পাড়ার সন্নিকটে পীচরাস্তায় কোমর সমান গর্তে বৃষ্টির জমা জলে জলাশয়ের রূপ পেয়েছে। প্রাক্তন সহকারী সভাধিপতি তথা কাঁথি পৌরসভার প্রশাসকমন্ডলী র প্রাক্তন সদস্য মামুদ হোসেন মহরম উপলক্ষে পৌরসভার প্রশাসকমন্ডলী র চেয়ারপারসন কে বার্তা পাঠিয়ে দারুয়া ময়দান সহ পৌরসভার ১,২,৩, ৪,৫ নং ওয়ার্ড সহ সমস্ত পৌর এলাকায় রাস্তা ঘাট মেরামতি, ড্রেন মেরামতী ও পরিষ্কার করা সহ গান্ধী রোডের জমাজল নিষ্কাশনের দাবী জানিয়েছেন।
No comments