Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

May 20, 2025

Weather Location

Popular Posts

Breaking News:

চোর’, শহিদবেদীতে মালা দিতে গিয়ে শুভেন্দুকে শুনতে হল ‘তপ্ত তমলুকের জেল মোড়

শহিদবেদীতে মালা দিতে গিয়ে শুভেন্দুকে শুনতে হল ‘চোর’! তারই জেরে সোমবার বেলা বারোটা নাগাদ তপ্ত হয়ে উঠল তমলুকের জেল মোড় সংলগ্ন এলাকা৷ ঘটনাস্থলে পুলিশ না থাকলে বড়সড় সংঘর্ষের ঘটনাও ঘটতে পারত বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের৷পুলিশ ও স্…

 





শহিদবেদীতে মালা দিতে গিয়ে শুভেন্দুকে শুনতে হল ‘চোর’! তারই জেরে সোমবার বেলা বারোটা নাগাদ তপ্ত হয়ে উঠল তমলুকের জেল মোড় সংলগ্ন এলাকা৷ ঘটনাস্থলে পুলিশ না থাকলে বড়সড় সংঘর্ষের ঘটনাও ঘটতে পারত বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের৷

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ভারত ছাড়ো আন্দোলনের শহিদদের স্মরণ করতে এদিন বেলা ১২টা নাগাদ তমলুক জেলখানার সামনে বেনেপুকুর এলাকায় পৌঁছায় তৃণমূল কর্মীরা৷ ছিলেন রাজ্যের দাপুটে মন্ত্রী তথা জেলা সভাপতি সৌমেন মহাপাত্র৷ ঠিক একই সময় ঘটনাস্থলে পৌঁছায় বিজেপির কর্মী, সমর্থকেরা৷ আসেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷

প্রত্যক্ষদর্শীরা জানান, দু’পক্ষ কার্যত মুখোমুখি হাজির হয়ে যায়৷ ভিড়ের মধ্যে থেকে তৃণমূল কর্মীদের বলতে শোনা যায়, ‘‘চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা!’’ যার জেরে পাল্টা তেড়ে যান বিজেপি কর্মীরা৷ ঘটনাস্থলে হাজির থাকা পুলিশ কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন৷ তবে পরিস্থিতি অগ্নিগর্ভ আকার নিচ্ছে দেখে সৌমেন মহাপাত্র ও শুভেন্দু অধিকারী দু’জনেই কর্মীদের নিরস্ত করার পাশাপাশি দ্রুত কর্মসূচি সেরে এলাকা ছাড়েন৷


এবিষয়ে সৌমেনবাবুকে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘আমরা পুলিশকে জানিয়েই নির্দিষ্ট সময়ে শহিদবেদীতে মালা দিতে এসেছিলাম৷ ওরা আমাদের সময় পৌঁছে গিয়ে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছিল৷ আর কেউ যদি চোর বলে থাকেও তিনি তো ভুল কিছু বলেননি৷’’ অন্যদিকে শুভেন্দুর দাবি, ‘‘বাংলার মানুষ জানেন, কে চোর আর কে ভাল৷ নন্দীগ্রামের মানুষ এবারের ভোটে সেই রায়ও দিয়ে দিয়েছেন৷ ফলে আমরা এসব নিয়ে ভাবিত নয়৷’’

No comments