ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/XprAYir0lwA
ওয়েস্ট বেঙ্গল কাবাডি এ্যসোসিয়েশান এর আয়োজনে এবং পূর্ব মেদিনীপুর জেলা কাবাডি এ্যসোসিয়েশান ও ডিঃ ঘাসীপুর আবহনী চক্রের সহযোগিতায় হলদিয়া পৌরসভা সংলগ্ন রবীন্দ্র নজরুল মঞ্চে কবাডি জগত…
ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/XprAYir0lwA
ওয়েস্ট বেঙ্গল কাবাডি এ্যসোসিয়েশান এর আয়োজনে এবং পূর্ব মেদিনীপুর জেলা কাবাডি এ্যসোসিয়েশান ও ডিঃ ঘাসীপুর আবহনী চক্রের সহযোগিতায় হলদিয়া পৌরসভা সংলগ্ন রবীন্দ্র নজরুল মঞ্চে কবাডি জগতের তিন দিকপাল নক্ষত্র ওয়েষ্ট বেঙ্গল কাবাডি এ্যসোসিয়েশানের সম্পাদক প্রয়াত বিশ্বনাথ ঘোষ,জাতীয় কাবাডি খেলোয়াড় গৌরি ঘোষ ও পূর্ব মেদিনীপুর জেলা কাবাডি এ্যসোসিয়েশানের প্রাক্তন সম্পাদক ও হলদিয়া আমারি চাকরি ক্রীড়া সম্পাদক আমিনুল খাঁন এর স্মৃতির উদ্দেশ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য এবং হলদিয়া পৌরসভার চেয়ারম্যান শুধাংশু শেখর মন্ডল,,প্রাক্তন আন্তর্জাতিক খেলোয়াড় বিশ্বনাথ চক্রবর্তী ও পূর্ব মেদিনীপুর জেলা প্রাক্তন কাবাডি এসোসিয়েশন এর সম্পাদক ত্রিদিব হাজরা , ডেপুটি কালেক্টর কিশোর বিশ্বাস,আবাহনী ক্লাবের সম্পাদক শেখ সামাদ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভায় সভাপতিত্ব করেন রাজ্য কবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি ও হলদিয়া পৌরসভার চেয়ারম্যান-ইন-কাউন্সিল আজগর আলি (পল্টু)
দুই খেলোয়াড়ের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সাহায্য প্রদানের পাশাপাশি এদিন জাতীয় দলে খেলোয়াড়দের ড্রেস বিতরণ করা হয়। হলদিয়া খেলোয়াড় পরিবেশ তৈরি করার জন্য যে স্টেডিয়ামটি রয়েছেন সেই স্টেডিয়ামের আইনি জটিলতার জন্য করা হয়নি তবে খুব শীঘ্রই সেই স্টেডিয়ামের কাজ হবে বলে জানালেন পৌর পিতা সুধাংশু শেখর মন্ডল। আন্তর্জাতিক খেলয়াড় বিশ্বনাথ চক্রবর্তী বললেন রাজ্য সরকার ক্লাবের টাকা দেওয়া এবং ক্রীড়াজগতের উন্নত করার ক্ষেত্রে পদ্ধতিগত ত্রুটি রয়েছে ।সেজন্যই রাজ্য সরকার খেলাধুলোর মান এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলেও তা করা যায়নি এই পদ্ধতি পরিবর্তন করা দরকার।
No comments