১২২ জন মানুষের জীবনের প্রতি দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েই বিদায় নিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম। ওমানের রাজধানী মাসকাট থেকে ১২২ যাত্রী নিয়ে ঢাকায় আসছিল বিমানের একটি বোয়ি…
১২২ জন মানুষের জীবনের প্রতি দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েই বিদায় নিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম।
ওমানের রাজধানী মাসকাট থেকে ১২২ যাত্রী নিয়ে ঢাকায় আসছিল বিমানের একটি বোয়িং ৭৩৭ ফ্লাইট। মাঝপথে পাইলট হঠাৎ করে ভীষণ অসুস্থ বোধ করলেন। নিজের তীব্র কষ্টের মধ্যেও ১২২ জন যাত্রীর কথা তাঁর মাথায়। জরুরি অবতরণের জন্য পাইলট বার্তা দিলেন কাছের কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলে। তারা নিকটবর্তী নাগপুর বিমানবন্দরে অবতরণের পরামর্শ দেন। এরপর পাইলট সেখানে জরুরি অবতরণ করেন। তবে যাত্রীরা সবাই সুরক্ষিত আছেন। কিন্তু অসুস্থতার কারণে পাইলটকে হাসপাতালে নিতে হয়েছে। পাইলটের হার্ট অ্যাটাক হয়েছিল।চিকিৎসাধীন অবস্থায় তিনি বিদায় নিয়েছেন।পরম শ্রদ্ধা মানুষ রুপে ভগবান।
No comments