রাখী বন্ধন উপলক্ষে শহর তৃণমূল কংগ্রেস সম্প্রীতি দিবস উদযাপন করল। কাঁথি বড় ডাক ঘরের সামনে আয়োজিত এই মৈত্রী উৎসবে অংশ গ্রহণ করেন জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, পৌর প্রশাসক হরিসাধন দাস…
রাখী বন্ধন উপলক্ষে শহর তৃণমূল কংগ্রেস সম্প্রীতি দিবস উদযাপন করল। কাঁথি বড় ডাক ঘরের সামনে আয়োজিত এই মৈত্রী উৎসবে অংশ গ্রহণ করেন জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, পৌর প্রশাসক হরিসাধন দাস অধিকারী, সদস্য রত্নদীপ মান্না, মৎস্যজীবি সেলের নেতা অামিন সোহেল, কাঁথি শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুরজিৎ নায়ক, জেলা ক্রীড়া সেলের নেতা বিশ্বজিৎ মাইতি, মহিলা তৃণমূল কংগ্রেসের শহর সভানেত্রী সাহানা মিশ্র,অসিত মন্ডল, সেক রাহেদ উদ্দিন, জুবায়ের বিন রব, খোকন চক্রবর্তী, সেক সাত্তার প্রমুখ নেতৃবৃন্দ। প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বলেন বাঙালীর বারো মাসে তের পার্বন।হিন্দু, মুসলিম, শিখ,খ্রীস্টান,জৈন প্রভৃতি সব ধর্মের অনুষ্ঠান ও উৎসব ধর্মীয় গন্ডী পেরিয়ে সার্বজনীন সামাজিক উৎসবে রূপান্তরিত হয়েছে। তাই দুর্গাপূজা অাজ শারদীয়া উৎসব, কালীপূজা দীপাবলি উৎসব, ঈদ-উল-ফিতর ও ঈদ-উজ- জোহা মিলনের উৎসব, যিশুখ্রিষ্টের জন্মদিন বড়দিনের উৎসবে পরিনত হয়েছে। একইভাবে রাখীবন্ধন উৎসব ধর্মীয় রীতিনীতি পালনের পাশাপাশি সম্প্রীতির উৎসবের রূপ পেয়েছে। বিভেদ, বিদ্বেষ ও ঘৃণার রাজনীতির বিরুদ্ধে রাখীবন্ধন শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য রক্ষা র শপথ গ্রহণের পবিত্র দিন হিসাবে রাখীবন্ধন পালনের সার্থকতা সকলের কাছে প্রতীয়মান হচ্ছে বলে জানান মামুদ হোসেন। মৎস্য মন্ত্রী অখিল গিরি র অাজকের সম্প্রীতি দিবস পালন উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি সকলকে মৈত্রী র বন্ধনে অাবদ্ধ হওয়ার বার্তা দেন।
No comments