Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ই-শ্রম পোর্টালে রেজিস্ট্রেশন করলেই মিলবে দু’লক্ষ টাকার সুবিধা, নয়া প্রকল্প কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকারের তরফ থেকে সম্প্রতি দেশের অসংগঠিত শ্রমিকদের জন্য নিয়ে এসেছে একটি পোর্টাল। যার নাম হল ই-শ্রম পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে দেশের অসংগঠিত শ্রমিকদের ডেটাবেস তৈরি করা হবে। কেন্দ্রের তরফ থেকে দাবি করা…

 





নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকারের তরফ থেকে সম্প্রতি দেশের অসংগঠিত শ্রমিকদের জন্য নিয়ে এসেছে একটি পোর্টাল। যার নাম হল ই-শ্রম পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে দেশের অসংগঠিত শ্রমিকদের ডেটাবেস তৈরি করা হবে। কেন্দ্রের তরফ থেকে দাবি করা হয়েছে, এই পোর্টালের মাধ্যমে ৩৮ কোটি অসংগঠিত শ্রমিকদের নাম নথিভুক্ত করার পর তাদের বিভিন্ন সরকারি প্রকল্পের আওতায় আনা হবে। ইতিমধ্যেই এই পোর্টালে নাম নথিভুক্তকরণ শুরু হয়ে গিয়েছে।

এই পোর্টালে নাম নথিভুক্ত করার জন্য আবেদনকারীকে যেতে হবে কেন্দ্র সরকারের অফিশিয়াল ওয়েবসাইট https://www.eshram.gov.in/ এ। সেখানে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমেই দিতে হবে নিজের আধার নম্বরের সঙ্গে থাকা মোবাইল নম্বর এবং ওয়েবসাইটে থাকা ক্যাপচা কোড। তারপর নিতে হবে ওটিপি। সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় দিয়ে সাবমিট করতে হবে।

ঠিক তার পরবর্তী পর্যায়ে দিতে হবে আবেদনকারীর নিজের আধার নম্বর। এরপর সেখানে দেওয়া শর্ততে টিক দিয়ে পুনরায় একটি ওটিপি নিতে হবে। সেই ওটিপি পুনরায় নির্দিষ্ট জায়গায় দিয়ে সাবমিট করা হলে আপনার আধারের তথ্য অনুযায়ী ওয়েবসাইটে সমস্ত তথ্য চলে আসবে। তবে এরই মধ্যে আপনাকে দিতে হবে আপনার আরও বেশ কিছু তথ্য। তারপর যাবতীয় যা যা চাওয়া হবে সেগুলি সঠিকভাবে দিতে হবে। এছাড়াও বিশদে আরো জানার জন্য আবেদন কারীরা ১৪৪৩৪ টোল ফ্রি নম্বরে যোগাযোগ করতে পারবেন।

সুবিধা সম্পর্কে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, বহু অসংগঠিত শ্রমিককে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের পর সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হবে। এর পাশাপাশি জানা যাচ্ছে, এই পোর্টালে নাম নথিভুক্ত করা শ্রমিকদের দু’লক্ষ টাকা পর্যন্ত বীমা দেওয়া হবে। যদি কোনো শ্রমিকের দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যু হয় অথবা সম্পূর্ণ ভাবে অক্ষম হয়ে পড়েন সেক্ষেত্রে তাকে এই সুবিধা দেওয়া হবে। পাশাপাশি দুর্ঘটনায় আংশিকভাবে অক্ষমতা এলে তাকে এক লক্ষ টাকা বীমার সুবিধা দেওয়া হবে।

No comments