Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

২৮ শে আগস্ট/ ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস -সনৎকুমার বটব্যাল

আজ ২৮ শে আগস্ট/ ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস/মহাজাতি সদন আমাদের  রাজনীতির  সূতিকাগার/সেখান থেকেই এই প্রজন্মের রাজনীতির শুরু / ১৯৭৪ ,বহরমপুর ছাত্র পরিষদের রাজ্য সম্মেলন/ ছাত্রনেতা কুমুদ ভট্টাচার্যের নেতৃত্বে  তৈরী হল পশ্চিমবঙ্গ প্…

 





আজ ২৮ শে আগস্ট/ ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস/মহাজাতি সদন আমাদের  রাজনীতির  সূতিকাগার/সেখান থেকেই এই প্রজন্মের রাজনীতির শুরু / ১৯৭৪ ,বহরমপুর ছাত্র পরিষদের রাজ্য সম্মেলন/ ছাত্রনেতা কুমুদ ভট্টাচার্যের নেতৃত্বে  তৈরী হল পশ্চিমবঙ্গ প্রদেশ ছাত্র পরিষদ কমিটি/শিক্ষার প্রগতি,সংঘবদ্ধ জীবন,দেশপ্রেম/ এই তিনটি মন্ত্রই ছিল  আমাদের পথ চলার পাথেয়/ আজ ২০২১- কতগুলো বছর / আজও এই দিনটিকে মনে হয়  

আমার জন্মদিন/প্রিয়রঞ্জন দাসমুণ্সি,সুব্রত মুখোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য ( মন্ত্রী)কুমুদ ভট্টাচার্য , শ্যামল ভট্টাচার্য ,সৌগত রায়, অসিত মিত্র(হাওড়া) নির্মলেন্দু  ভট্টাচার্য( মধ্য কলকাতা),দুলাল রায় ( মধ্য কলকাতা), নুরুল ইসলাম(বর্ধমান), তুহিন সামন্ত ( বর্ধমান), সুকুমার দাস (তমলুক),সমীর রায় ( মেদিনীপুর), শৈলজা দাস( কাঁথি),কিশোর সেন( তমলুক),সুব্রত ভট্টাচার্য ( ঝাড়গ্রাম),জয়ন্ত ভট্টাচার্য ( উত্তর বঙ্গ), মিঠু রায়( জলপাইগুড়ি) অশোক দেব (আসাম),অশেষ মিশ্র(তমলুক) অরুণাভ ঘোষ ( প্রেসিডেন্সি),নির্বেদ রায় (দক্ষিণ কলকাতা),বারিদবরণ দাস,সুধীন ভট্টাচার্য, লক্ষ্মীকান্ত বসু ( দক্ষিণ কলকাতা), সুনীতি চট্টরাজ ( বীরভূম),গৌতম চক্রবর্তী ( মালদহ) হরিপদ সেন ( গঙ্গাসাগর) ,দৌলত  আলি, দিবাকর ঘোষ ( দক্ষিণ চব্বিশ পরগনা)/ কতো ছাত্রনেতার সাথে আলাপ হয়েছিল/৬২ বছর বয়সে এসে সোনালী অতীতের অনেকটাই ধূসর/আমাদের আবেগের সুফল অনেকেই নিয়েছেন / অবিভক্ত মেদিনীপুর জেলার প্রথমে মহিষাদল রাজ কলেজ,পরবর্তী সময়ে সুরেন্দ্রনাথ কলেজ ( রিপন কলেজ - শিয়ালদহ), কলকাতা/ইতিহাসের পাতায় অনেক ধুলো/ হাসিকান্না র মিশেল/ঘাত- প্রতিঘাত ,চড়াই- উতরাই পেরিয়ে আজ একজন কংগ্রেস কর্মী /হাতে গোনা কয়েকজনের মধ্যে আপনি 

একজন/ অনেকেই অন্য পথের পথিক  /  দীর্ঘ দিনের রাজনৈতিক সহকর্মী  আপনি/ভালো থাকবেন/ আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও  শ্রদ্ধা  নেবেন/ আপনার ও আপনার পরিবারের সর্বাঙ্গীন কুশল কামনা করি/


No comments