পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট গোপালপুর গ্রামের বাসিন্দা জয়েন্ট এন্ট্রান্সে প্রস্তুতিরত এক ছাত্রী। বৃহস্পতিবার ছিল তার জন্মদিন। আরো পাঁচটি বাড়ির মত বাবা-মা তাদের আদরের মেয়ের জন্মদিন পালনের উদ্যোগি হলে, ছাত্রিটি বাড়ির লোকেদের বাড়…
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট গোপালপুর গ্রামের বাসিন্দা জয়েন্ট এন্ট্রান্সে প্রস্তুতিরত এক ছাত্রী। বৃহস্পতিবার ছিল তার জন্মদিন। আরো পাঁচটি বাড়ির মত বাবা-মা তাদের আদরের মেয়ের জন্মদিন পালনের উদ্যোগি হলে, ছাত্রিটি বাড়ির লোকেদের বাড়িতে জন্ম দিনের আড়ম্বর থেকে বিরত করেন। একটু অন্য ভাবে আজকের দিনটি উদযাপনের অদম্য ইচ্ছা প্রকাশ করে অভিভাবকদের সম্মতি আদায় করে। সেই মত আজ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের গৌরাঙ্গঘাটে নিজের সঞ্চিত অর্থ ব্যায় করে স্থানীয় একটি স্বেচ্ছা সেবী সংস্থার সহযোগিতায় প্রায় একশজন বৃক্ষ প্রেমীদের আমন্ত্রণ করেন। সবুজায়নের প্রচারে ও লক্ষ্যে সমাগত বৃক্ষ প্রেমীদের কপালে চন্দনের ফোটা, গোলাপফুল, কেক, মাস্ক ও টর্চ লাইট উপহার তুলে দিয়ে সম্মান ও শুভেচ্ছা জানানো হয়। সেই সাথে সবার হাতে আম, জাম, লেবু ও সুপারী চারা তুলে দেওয়ার পাশাপাশি বৃক্ষরোপণে উৎসাহিত করেন। উদ্যোগী পরিবেশ প্রেমী ছাত্রী সুনন্দা আদক শেষে বলেন,- মহামারি-ঝড় ও অতি বর্ষন-বানবন্যার কবলে আমরা এক দমই ভালো নেই। এখন অন্যতম কর্মসূচি হওয়া প্রয়োজন মানুষের পাশে দা়ঁড়ানো ও পরিবেশ রক্ষা। তাই আমার ভালোলাগা থেকে এই ক্ষুদ্র প্রচেষ্টা। এটা বিশাল কিছু নয়। আমার জীবনে আজকের এই বিশেষ দিনে সবার মঙ্গল কামনা করছি। তবে এই ধরনের উদ্যোগ দেখে যথেষ্ট আপ্লুত হয়েছে ব্লক প্রশাসন থেকে ব্লকের সাধারণ মানুষ।
No comments