ভগবানপুর ব্লকের দশটি অঞ্চলকে নিয়ে খেলা হবে দিবসের ফুটবল টুর্নামেন্ট হয় ভগবানপুর হাইস্কুল ফুটবল ময়দানে। খেলা হবে উদ্বোধনের মঞ্চে উপস্থিত ছিলেন পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিক। ছিলেন জেলা তৃণমূল সহ সভাপতি মদনমোহন পাত্র,ব্ল…
ভগবানপুর ব্লকের দশটি অঞ্চলকে নিয়ে খেলা হবে দিবসের ফুটবল টুর্নামেন্ট হয় ভগবানপুর হাইস্কুল ফুটবল ময়দানে। খেলা হবে উদ্বোধনের মঞ্চে উপস্থিত ছিলেন পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিক। ছিলেন জেলা তৃণমূল সহ সভাপতি মদনমোহন পাত্র,ব্লক সভাপতি অভিজিত দাস,জেলা পরিষদের সদস্য তুহিন সাউ সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। খেলা দিবসের সূচনায় দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তলন ও আতসবাজির মধ্য দিয়ে উদ্বোধনী ম্যাচ শুরু হয়। পাশাপাশি ময়দানে বলে কিক মেরে খেলার উদ্বোধন করেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। দশটি অঞ্চলের টিম নিয়ে খেলা হয়, সেখানে চ্যাম্পিয়ান টিমের হাতে দশ হাজার টাকা সহ ট্রপি, ও রানার্স দলকে সাত হাজার টাকা সহ ট্রপি তুলে দেওয়া হয়। মঞ্চে উপস্থিত অতিথিদের হাতে স্মারক তুলে দেয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
No comments