Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুক জেলা হাসপাতালে অক্সিজেন পাইপলাইনের কাজ চলছে

সেপ্টেম্বর মাসেই পূর্ব মেদিনীপুর জেলায় তিনটি বড় হাসপাতালে ১০০ শতাংশ বেডে পাইপ লাইনের সাহায্যে অক্সিজেন সরবরাহ চালু হবে। অক্টোবর মাসে চালু হবে আরও দু’টি হাসপাতালে। জেলায় কোনও হাসপাতালে এধরনের ব্যবস্থা ছিল না। করোনার দ্বিতীয় ঢেউ তী…

 




সেপ্টেম্বর মাসেই পূর্ব মেদিনীপুর জেলায় তিনটি বড় হাসপাতালে ১০০ শতাংশ বেডে পাইপ লাইনের সাহায্যে অক্সিজেন সরবরাহ চালু হবে। অক্টোবর মাসে চালু হবে আরও দু’টি হাসপাতালে। জেলায় কোনও হাসপাতালে এধরনের ব্যবস্থা ছিল না। করোনার দ্বিতীয় ঢেউ তীব্র আকার নেওয়ার সময় বিভিন্ন হাসপাতালে অক্সিজেন নিয়ে হাহাকারের ছবি প্রত্যক্ষ করেছেন দেশবাসী। সেখান থেকে শিক্ষা নিয়েই করোনার তৃতীয় ঢেউ মোকবিলায় প্রস্তুতি চলে। পূর্ব মেদিনীপুরে পাঁচটি হাসপাতালে পাইপ লাইনের সাহায্যে অক্সিজেন সরবরাহ করার কাজ শুরু হয়। তমলুক, নন্দীগ্রাম এবং পাঁশকুড়া হাসপাতালে সেই কাজ শেষের পথে। সেপ্টেম্বরের ১০ থেকে ৩০ তারিখের মধ্যে ওই তিন হাসপাতালে পাইপ লাইনে অক্সিজেন সাপ্লাই চালু হবে। জেলায় সরকারি স্বাস্থ্য পরিষেবায় এটি গুরুত্বপূর্ণ হতে চলেছে।জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী ১০ সেপ্টেম্বর নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে পাইপ লাইনে অক্সিজেন সরবরাহ পরিষেবা চালু হবে। ১৫ সেপ্টেম্বর একই পরিষেবা চালু হবে তমলুক জেলা হাসপাতালে। তারপর ৩০ সেপ্টেম্বর পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে পাইপ লাইনে প্রতিটি বেডে অক্সিজেন সরবরাহ চালু হবে। ১৫ অক্টোবর নাগাদ হলদিয়া মহকুমা হাসপাতাল এবং ওই মাসে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালেও ওই পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। কাঁথি মহকুমা হাসপাতালে ২৫০ বেডে পাইপ লাইনে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালু করতে এক কোটি টাকার একটি প্রজেক্ট নেওয়া হচ্ছে। হলদিয়ার একটি শিল্পসংস্থাকে এজন্য সহযোগিতার আবেদন করা হয়েছে। নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মোট ৩০০ বেড অক্সিজেন পরিষেবার মধ্যে আসবে। ১০ সেপ্টেম্বর ওই হাসপাতালে পাইপ লা‌ই঩নে অক্সিজেন সরবরাহ চালুর পাশাপাশি সেখানে চক্ষু অপারেশন থিয়েটার এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ স্টোর উদ্বোধন হবে। কোভিডের তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে নন্দীগ্রাম স্বাস্থ্যজেলায় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ৩০০ বেড, কাঁথি মহকুমা হাসপাতালে ২৫০ এবং দীঘা স্টেট জেনারেল হাসপাতালে ৫০ বেড রেডি রাখা হচ্ছে। সবকটি বেডে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা থাকবে।করোনার দ্বিতীয় ঢেউ তুঙ্গে ওঠার মুহূর্তে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে শুধুমাত্র করোনা আক্রান্তদের চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়। সেইমতো এখনও কোভিড আক্রান্তদেরই চিকিৎসা হচ্ছে ওই হাসপাতালে। ওই হাসপাতালের ৩০০ বেডে পাইপ লাইনের সাহায্যে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা থাকছে। ৩০ সেপ্টেম্বর পাইপ লাইনে অক্সিজেন সরবরাহ পরিষেবা উদ্বোধনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এখন জোর গতিতে কাজ চলছে। একই ছবি তমলুক জেলা হাসপাতালেও। এখানেও প্ল্যান্ট বসানো থেকে পাইপ লাইন পাতার কাজ শেষ। আগামী ১৫ সেপ্টেম্বর ওই পরিষেবা চালু হবে।একরাশ আতঙ্ক বাড়িয়ে একটা সময় রাজ্যের মধ্যে সবচেয়ে সংক্রামিত প্রথম তিনটি জেলার মধ্যে পূর্ব মেদিনীপুর ছিল। এখন সংক্রমণ কিছুটা কমে সেটা অষ্টম স্থানে নেমেছে। জেলাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, জেলায় সংক্রমণের হার ১.২৯ শতাংশ। এখনও পর্যন্ত জেলায় ১৮ লক্ষ মানুষকে ভ্যাকসিনের প্রথম ডোজ এবং ১১ লক্ষ মানুষকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। লক্ষ্যমাত্রার যথাক্রমে ৩৯.৩ শতাংশ ও ২০.৭৬ শতাংশ। তিনি বলেন, আগে কোনও হাসপাতালেই পাইপ লাইনে অক্সিজেন সরবরাহ ছিল না। সেপ্টেম্বরেই তিনটি বড় হাসপাতালে ওই পরিষেবা চালু হবে। ১০০ শতাংশ বেডে অক্সিজেন পৌঁছে যাবে।নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার সিএমওএইচ সৌম্য ষড়ঙ্গী বলেন, ১০ সেপ্টেম্বর জেলার মধ্যে প্রথম নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে পাইপ লাইনে অক্সিজেন সরবরাহ চালু হবে। ওই দিন ডিস্ট্রিক্ট রিজার্ভ স্টোর এবং চক্ষু অপারেশন থিয়েটারও চালু হয়ে যাবে।

No comments