Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদল রাজ কলেজের ৭৬ তম বর্ষ প্রতিষ্ঠা দিবস পালনে বিধায়ক- তিলক

আজ ১লা আগস্ট ২০২১ রবিবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল রাজ কলেজ ৭৫ বছর শেষ করে ৭৬ তম বর্ষে পদার্পণ করল। কলেজটির প্রতিষ্ঠা  ছিলেন মহিষাদলের ঐতিহাসিক রাজপরিবারের সদস্য রাজা দেবপ্রসাদ গর্গ বাহাদুর। অতি মহামারী করোনা আবহের জন্য সকালে…

 






আজ ১লা আগস্ট ২০২১ রবিবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল রাজ কলেজ ৭৫ বছর শেষ করে ৭৬ তম বর্ষে পদার্পণ করল। কলেজটির প্রতিষ্ঠা  ছিলেন মহিষাদলের ঐতিহাসিক রাজপরিবারের সদস্য রাজা দেবপ্রসাদ গর্গ বাহাদুর। অতি মহামারী করোনা আবহের জন্য সকালে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় । কলেজ প্রাঙ্গণে সকালে মহিষাদল বাসীদের গর্বের শিক্ষাপ্রতিষ্ঠান রাজ কলেজের একটি অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রী ,কলেজ কর্মী এবং কলেজের অধ্যাপক দের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন মহিষাদলের ভূমিপুত্র বিধায়ক তথা মহিষাদল রাজ কলেজ এর পরিচালন সমিতির সভাপতি তিলক কুমার চক্রবর্তী এবং রাজ  কলেজের পতাকা উত্তোলন করেন অধ্যক্ষ ডঃ অসীম অসীম কুমার বেরা। রাজ কলেজের প্রতিষ্ঠাতা রাজা দেবপ্রসাদ গর্গ বাহাদুরের আবক্ষ মূর্তি তে মাল্যদান করেন কলেজ পরিচালন সমিতির সভাপতি তিলক কুমার চক্রবর্তী এবং কলেজের অধ্যক্ষ ডঃ অসীম কুমার বেরা সহ উপস্থিত কলেজের অন্যান্য অধ্যাপক এবং কলেজ কর্মী ও ছাত্রছাত্রী বৃন্দ । কলেজের প্রবেশমুখে দুই ধারে দুজন মহাপুরুষের মূর্তি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দের মূর্তি স্থাপন করা হয়েছে। আজকের এই শুভ দিনে শুভ সকালে বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি তে মাল্যদান করেন মহিষাদলরাজ কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী এবং স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন কলেজের অধ্যক্ষ ডঃ অসীম কুমার বেরা। কলেজের অধ্যক্ষ অসীম কুমার বেরা জানিয়েছেন ,আজ মহিষাদল রাজ কলেজ ৭৫ বছর শেষ করে ৭৬ তম বর্ষে পদার্পণ করল ।  করোনা  আবহের জন্য  কলেজ কর্তৃপক্ষ কোনরূপ অনুষ্ঠানের আয়োজন করতে পারল না। তাই শুধু মাল্যদানের অনুষ্ঠান করেই শেষ করলাম।

No comments