নবান্নের চাপে চাষীদের একাউন্টে ঢুকলো কিষান সম্মান নিধি ( পি এম কিষান তহবিলের ) প্রকল্পে 2000 টাকা। বলে জানিয়েছেন ,পূর্ব মেদিনীপুর জেলার কৃষি দফতরের সহ অধিকর্তা ( শস্য সুরক্ষা ) মৃণাল কান্তি বেরা । তিনি আরো জানান , পূর্ব মেদিনীপ…
নবান্নের চাপে চাষীদের একাউন্টে ঢুকলো কিষান সম্মান নিধি ( পি এম কিষান তহবিলের ) প্রকল্পে 2000 টাকা। বলে জানিয়েছেন ,পূর্ব মেদিনীপুর জেলার কৃষি দফতরের সহ অধিকর্তা ( শস্য সুরক্ষা ) মৃণাল কান্তি বেরা । তিনি আরো জানান , পূর্ব মেদিনীপুর জেলার ৩ লক্ষ ৭১ হাজার ৯৯০ জন চাষীদের একাউন্টে 2000 টাকা ঢুকেছে। প্রত্যেক চাষীদের দেওয়া নামিত মোবাইল নম্বরে মেসেজ গিয়েছে। তাদের দেওয়া ব্যাংক একাউন্টে 2000 টাকা ঢুকেছে। প্রায় মেসেজ পাওয়া সকল চাষিরা ভোররাত থেকে বিভিন্ন ব্যাংকের দরজার গড়ায় লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তাদের নামিত ব্যাংকের একাউন্ট বইটি আপডেট করার জন্য এবং তার সাথে সাথে টাকা ঢুকেছে কিনা দেখার জন্য। রাজ্যের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলায় সবচেয়ে বেশি চাষী কৃষক বন্ধু স্কিমের আওতায় রয়েছেন। পিএম কিষান প্রকল্পে বছরে তিনটি কিস্তিতে 2000 করে মোট ৬ হাজার টাকা দেওয়া হবে । অনেক চাষিরা প্রথম কিস্তির টাকা 2000 পেয়েছেন ।কিন্তু বেশ কিছু চাষিরা প্রথম কিস্তির 2000 টাকা এখনো পর্যন্ত পায় না। তাদের একাউন্টে দ্বিতীয় কিস্তির 2000 টাকা ঢুকেছে বলে বেশকিছু চাষিরা নাম বলতে অনিচ্ছুক জানিয়েছেন। প্রাকৃতিক দুর্যোগে এমনিতেই চাষীদের অবস্থা শোচনীয়। এখন আমন রোপনের কাজ জোরকদমে চলছে। তবে মহিষাদল ব্লক এবং নন্দকুমার ব্লক এলাকার বেশ কিছু চাষযোগ্য জমির উপর এক কোমর জল এখনো দাঁড়িয়ে রয়েছে। আমন বীজতলা জলমগ্ন অবস্থায় নষ্ট হয়ে গিয়েছে। ফলে বিভিন্ন ব্লক এলাকায় আমন ধানের বীজতলার চাহিদার প্রচুর। এই মুহূর্তে চাষীদের নামিত ব্যাংক একাউন্টে পিএম কিসান এর টাকা ঢুকেছে মেসেজ দেখে স্বাভাবিকভাবে খুশি জেলার চাষীরা। একদিকে করোনা আবহে লকডাউন চলছে ।গরিব প্রান্তিক চাষীদের কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছে। তাদের একাউন্টে টাকা ঢুকেছে দেখে খুবই খুশি এবং আনন্দিত । এই দুঃসময়ে রাজ্যের প্রান্তিক চাষীদের কে পিএম কিসান প্রকল্পে টাকা দিতে হবে বলে, মুখ্যমন্ত্রী নবান্ন থেকে কেন্দ্রীয় সরকারকে চিঠি দেন এবং চাপ সৃষ্টি করেন।
No comments