কত দিন, কত বছর, কত চড়াই উতরাই এক সাথে পার করেছেন দুজনে। আজ বন্ধুত্ব দিবসের দিনেই বন্ধু সুদর্শন’কে শেষ বিদায় জানালেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। হয়তো বেদনা বুকে চেপেই মনে মনে একবার বলে উঠলেন “ভাল থাকিস, সুদর্শন.. ” তারপর…
কত দিন, কত বছর, কত চড়াই উতরাই এক সাথে পার করেছেন দুজনে। আজ বন্ধুত্ব দিবসের দিনেই বন্ধু সুদর্শন’কে শেষ বিদায় জানালেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। হয়তো বেদনা বুকে চেপেই মনে মনে একবার বলে উঠলেন “ভাল থাকিস, সুদর্শন.. ” তারপরেই গভীর একটা নিঃশ্বাস ছেড়ে বেদনা ঢাকা হাসিমুখে নীরবে দাঁড়িয়ে রইলেন। কমিউনিস্টদের ফিলিংসের যে বহিঃপ্রকাশ করতে নেই..
No comments