ট্যুইটারে সব লড়তে আসেবেকারগুলো প্রতি মাসেতবুও বেকার, বেকারই রবেবন্ধু এবার খ্যালা হবে।*খ্যালা খ্যালা খ্যালা হবে*
বেকারদের সব ভুলছে নেতাভাতা দিয়েই ভোটে জেতাচাকরিহারা হয়েই তবেরাগ দুঃখের খ্যালা হবে*খ্যালা খ্যালা খ্যালা হবে*
কন্যাশ্রী ব…
ট্যুইটারে সব লড়তে আসে
বেকারগুলো প্রতি মাসে
তবুও বেকার, বেকারই রবে
বন্ধু এবার খ্যালা হবে।
*খ্যালা খ্যালা খ্যালা হবে*
বেকারদের সব ভুলছে নেতা
ভাতা দিয়েই ভোটে জেতা
চাকরিহারা হয়েই তবে
রাগ দুঃখের খ্যালা হবে
*খ্যালা খ্যালা খ্যালা হবে*
কন্যাশ্রী বোনটা আমার
হচ্ছে যখন ইঞ্জিনিয়ার
ডোমের ফর্মটা ফিলাপ দেবে
চাকরি নিয়ে খ্যালা হবে
*খ্যালা খ্যালা খ্যালা হবে*
ফর্ম বেরোলে পরীক্ষা নেই
রেজাল্টে নাম নাম্বার কই
ক্লার্কশিপটা বেরোবে কবে
ফুড নিয়োগে খ্যালা হবে
*খ্যালা খ্যালা খ্যালা হবে*
*ভীষন রকম খ্যালা হবে*
চাকরি কোথায় সিভিক খালি
বিসিএসে ঢুকছে জালি
এসএসসি তো কোর্টেই রবে
বার্ধক্য ভাতার খ্যালা হবে
*খ্যালা খ্যালা খ্যালা হবে*
পুলিশ মারে হবু পুলিশ
রাজ্যে শিল্প সবই ফিনিশ
বাইরে তোমায় যেতেই হবে
এখানে শুধু খ্যালা হবে
*খ্যালা খ্যালা খ্যালা হবে*
ব্যাঙ্গালোরে টেসলা এলো
চেন্নাইতে ওলা গেল
নয়ডা পুনে সুরাট যাবে
বাংলার সব পোলা গুলো
মেয়েগুলো সব আইসিডিএস
আশা করেই বসে রবে
বাংলা নিজের মেয়েগুলো সব
বেকার বেকার বেকার রবে
*বন্ধু শুধু খ্যালা হবে*
*খ্যালা খ্যালা খ্যালা হবে*
টুয়েলভের সেই ভাই বোনটা
রেজাল্টে পাশ হাতে ফোনটা
চাকরি পাবার আশায় রবে
রাজ্যে শুধুই খ্যালা হবে
*খ্যালা খ্যালা খ্যালা হবে*
সংস্কৃতির বুদ্ধিজীবী
আসলে সব বদের ঢিপি
ভোটের টিকিট পেলেই তবে
দুর্নীতি নিয়ে চুপটি রবে
*খ্যালা খ্যালা খ্যালা হবে*
বাবা মায়ের বেকার ছেলে
জীবন ঘোরে চাকরি পেলে
রিক্রুটমেন্ট বন্ধ তবে
ক্লাবগুলো শুধু টাকা পাবে
ওদের নিয়েই খ্যালা হবে
*খ্যালা খ্যালা খ্যালা হবে।*
(সংগৃহীত এই গানটা 'খেলা দিবস'-এর আগে সারা বাংলায় ছড়িয়ে পড়ুক।)
No comments