বিপ্লবী ও সাধক শ্রী অরবিন্দ ঘোষের সার্ধশতজন্মদিবস পালন উপলক্ষ্যে নন্দকুমার ব্লকের আলাশুলি গোরাচাঁদ প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের লেখা দেওয়াল পত্রিকা ,'অন্তর্বিকাশ'প্রকাশ হয়।৯-৭ ফুট এই বড় দেওয়াল পত্রিকাটি শ্রী আরবিন্দে…
বিপ্লবী ও সাধক শ্রী অরবিন্দ ঘোষের সার্ধশতজন্মদিবস পালন উপলক্ষ্যে নন্দকুমার ব্লকের আলাশুলি গোরাচাঁদ প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের লেখা দেওয়াল পত্রিকা ,'অন্তর্বিকাশ'প্রকাশ হয়।৯-৭ ফুট এই বড় দেওয়াল পত্রিকাটি শ্রী আরবিন্দের জন্মদিন ১৫ই আগস্ট উদ্বোধন করেন নন্দকুমার পঞ্চায়েত সমিতি সমস্টি উন্নয়ন অধিকারীর শানু বক্সী।বি.ডি.ও. বিদ্যালয়ের এই উদ্যোগের প্রশংসা করে বলেন,'এই পত্রিকা ছাত্রছাত্রীদের একদিকে সাহিত্যচর্চার প্রতি উৎসাহ জোগাবে তেমনি বিপ্লবী অরবিন্দ ঘোষকেও জানতে পারবে ।বিদ্যালয় কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জানাই'।আলাশুলি গোরাচাঁদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ কুমার ভৌমিক বলেন,'১৫ই আগস্ট বিপ্লবী ও সাধক শ্রী আরবিন্দের ১৫০তম জন্মদিন উপলক্ষে দেওয়াল পত্রিকায় বশেষ সংখ্যা প্রকাশ করে তাঁকে শ্রদ্ধা জানানো হয়েছে।'
No comments