কাঁথি ২নং দেশপ্রাণ ব্লকের বসন্তিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার, মহম্মদ পুর,মির্জাপুর, কালিকা কুমারী,পূর্ব ও পশ্চিম কুশবনী সহ আরো বেশ কয়েকটি গ্রামের সাধারণ ও দিন আনা দিন খাওয়া দরিদ্র মানুষের দীর্ঘ ৭ মাস ধরে সরকারের রেশন দ্রব্য থেকে…
কাঁথি ২নং দেশপ্রাণ ব্লকের বসন্তিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার, মহম্মদ পুর,মির্জাপুর, কালিকা কুমারী,পূর্ব ও পশ্চিম কুশবনী সহ আরো বেশ কয়েকটি গ্রামের সাধারণ ও দিন আনা দিন খাওয়া দরিদ্র মানুষের দীর্ঘ ৭ মাস ধরে সরকারের রেশন দ্রব্য থেকে বঞ্চিত,
আমার দিন আনা দিন খাওয়া মুখ্য সুখ্য মানুষ গত সাত মাস আগে রেশন ডিলার বলেন এই সমস্ত রেশন কার্ড গুলিতে আঁধার সংযোজন ( লিঙ্ক)করতে হবে, সেই মতো দেশপ্রাণ ব্লকের ৬,টি গ্রামের মানুষ বিভিন্ন বিভিন্ন জায়গার ক্যামপিউটার সেন্টারে গিয়ে আঁধার লিঙ্ক করিয়ে আনে, তার বেশ কিছুদিন পরে পোষ্ট অফিসের মাধ্যমে সবার বাড়িতে নতুন রেশন কার্ড এসে পৌঁছায়, সেই কার্ড নিয়ে রেশন আনতে গেলে রেশন ডিলার বলেন এই কার্ডে রেশন দেওয়া যাবেনা, এই খবর ছড়িয়ে পড়তে একে একে রেশন কার্ড নিয়ে পৌঁছে যান রেশন দোকানে, দেখাযায় গ্রামের বেশির ভাগ পরিবারে এই ধরনের কার্ড, গ্রামবাসীরা একত্রিত হয়ে রেশন ডিলারেল কাছে জানতে চাইলে, ডিলার বলেন আপনারা আঁধার লিঙ্ক করতে গিয়ে একটি বিভ্রাট সৃষ্টি হয়েছে, এই কার্ডে বলা আছে আমার রেশন দ্রব্যের প্রয়োজন নেই শুধু পরিচয়পত্র হিসেবে একটি রেশন কার্ড প্রয়োজন, সেই কারনে এই কার্ড আবার নতুন করে এসেছে,
এই প্রত্যন্ত গ্রামের মানুষের রোজগার করেন কেউ রিক্সা চালায়,কেউ ট্রলারে মাছ ধরতে যান,কেউ জন মদজুর,কেউ আবার ভিক্ষা বৃত্তি করে দিন গুজরান করেন,কারো আবার মাথাগোঁচার ঠাঁই টুকুও নড়বড়ে, সরকার থেকে মেলেনি কোনো ঘর,একে বৃষ্টির দিন ,কেউ আবার এই করোনা কালে কাজ হারিয়ে বেকার, কি করে বাড়ির ছোটো ও বড় বাড়ির সদস্যদের মুখে দিনে দুমুঠো অন্য তুলেদেবো কি করে এই চিন্তায় দিন গুনছেন প্রায় কয়েক শো পরিবার,এই সমস্যা নিয়ে বিভিন্ন সরকারি দপ্তরের জানিয়ে আজ পর্যন্ত কোনো সমাধান হয়নি বলে জানান,
তৃণমূল নেতা জনাব মামুদ হোসেন বলেন এটা টেকনিক্যাল সমস্যার জন্য হয়েছে, এই ধরেন সমস্যা কাঁথি শহরের বিভিন্ন এলাকাতেও হয়েছে, আমারা সর্বত ভাবে এই সমস্যায় পড়া মানুষের পাশে আছি, তাদের এই দাবি আমার ব্লক ও জেলা প্রশাসনের কর্তাদের কাছে সমাধানের জন্য আবেদন জানিয়েছি, এই রেশন কার্ড সমাধানের আগে যাতায়াতে কোনো ভাবে রেশন পায় তার সু ব্যবস্থা করবো,তা না হলে আমাদের সেই আগের রেশন কার্ড পুনরায় চালু করা হোক,
উত্তর কাঁথি বিধায়িকা সুমিতা সিনহা বলেন, এই রেশন কার্ড টেকনিক্যাল সমস্যার কারনে হয়েছে, তিনি বলেন আমি খবর পেয়ে ব্লক,ও জেলা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন, ঐ এলাকার মানুষ খুব সমস্যার মধ্য আছেন প্রশাসন যদি এই সমস্যা যত তাড়াতাড়ি সমাধান করেন তাতে বহু মানুষ উপকৃত হবেন,
No comments