কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালিত প্রয়াত রত্না গিরি স্মৃতি চ্যালেঞ্জ কাপ সিনিয়র লীগ কাম নক আউট এর গতকাল শুভ উদ্ধোধন হয়। উদ্ধোধন করেন রাজ্যের মৎস্য মন্ত্রী মাননীয় অখিল গিরি মহাশয়। প্রথম দিনের খেলায় অংশ নেয় শুভ স্পোর্টস এবং দুরম…
কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালিত প্রয়াত রত্না গিরি স্মৃতি চ্যালেঞ্জ কাপ সিনিয়র লীগ কাম নক আউট এর গতকাল শুভ উদ্ধোধন হয়। উদ্ধোধন করেন রাজ্যের মৎস্য মন্ত্রী মাননীয় অখিল গিরি মহাশয়। প্রথম দিনের খেলায় অংশ নেয় শুভ স্পোর্টস এবং দুরমুঠ স্পোর্টিং ক্লাব। ১-১ গোলে খেলা ড্র হয়। আজ দ্বিতীয় দিনে যে দুটি দল অংশ নেয় গব ডাঙ্গর তরুন সংঘ এবং প্রগতি সংঘ। খেলার ফলাফল গব ডাঙ্গর তরুন সংঘ ৫-০ গোলে জয়লাভ করে। গোল গুলি করেন ঘানার খেলোয়াড় বাম্ফো ৩ এবং মিঠুন পন্ডিত ২। ম্যান অফ দি ম্যাচ বাম্ফো। পুরস্কার তুলে দেন কাঁথি পৌরসভার চেয়ারপার্সন হরিসাধন দাস অধিকারী। সদস্য রত্নদ্বীপ মান্না। উপস্থিত ছিলেন সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত, সাধারণ সম্পাদক সতীনাথ দাস অধিকারী, সহ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা, শুভজিৎ সিনহা, গোলক বিশ্বাস।
No comments