এক নিমেষে খোকন সোনা মধুর হাসি হেসে,দুই নিমেষে মুখটি লুকোয় মায়ের কোলে বসে।তিন নিমেষে দাদার সাথে খুনসুটিতে মাতে,চার নিমেষে দুই ভায়েতে পুজোর আসন পাতে।পাঁচ নিমেষে কাকের বাসায় কোকিল পাড়ে ডিম,ছয় নিমেষে কোকিলছানা ভয়েতে হিম-সিম।সাত নিমে…
এক নিমেষে খোকন সোনা মধুর হাসি হেসে,
দুই নিমেষে মুখটি লুকোয় মায়ের কোলে বসে।
তিন নিমেষে দাদার সাথে খুনসুটিতে মাতে,
চার নিমেষে দুই ভায়েতে পুজোর আসন পাতে।
পাঁচ নিমেষে কাকের বাসায় কোকিল পাড়ে ডিম,
ছয় নিমেষে কোকিলছানা ভয়েতে হিম-সিম।
সাত নিমেষে সপ্তঋষি আছে আকাশ পরে,
আট নিমেষে ধরার বুকে আলোর মায়া ঝরে।
নয় নিমেষে নবরত্ন যেই পেয়েছি হাতে,
দশ নিমেষে দশটা ছড়া লিখছি বসে পাতে।
No comments