Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ার হেলিপ্যাডে ,রুই ,কাতলা - আরিফ

হলদিয়া এবছর ৭ই ফেব্রুয়ারি হলদিয়া টাউনশিপের হেলিপ্যাডে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয়েছিল আধুনিক  চারটি হেলিপ্যাড । প্রধানমন্ত্রীর  চারটি চপার নেমেছিল যে মাঠে সে মাঠে এখন ঢেউ খেলে যায় । এখান…

 






হলদিয়া এবছর ৭ই ফেব্রুয়ারি হলদিয়া টাউনশিপের হেলিপ্যাডে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয়েছিল আধুনিক  চারটি হেলিপ্যাড । প্রধানমন্ত্রীর  চারটি চপার নেমেছিল যে মাঠে সে মাঠে এখন ঢেউ খেলে যায় । এখানেই রয়েছে সি আই এস এফ একটি ক্যান্টিন । দ্বীপের মাঝে জেগে থাকা একমাত্র পাকা কাঠামো। হলদিয়া বন্দরের আওতায় থাকা এই মাঠের বিস্তীর্ণ অংশেই হাঁটু সমান জল । সেই জমা জলে দেদার রুই, কাতলা , ভেটকি ধরছেন স্থানীয় মানুষ । পায়ের নিচে কন 

কংক্রিট তাই জাল ফেলতে আর টানতে সমস্যা নেই ।  এদিন মাঠে গিয়ে দেখা গেল জাল ফেলছেন মৃত্যুঞ্জয় শীট , আলক শীট , কালু সিং এর মত অনেকেই । মৃত্যুঞ্জয় জানান  , গতকাল প্রচুর মাছ পেয়েছি । এলাকায় পুকুর ভেসে গিয়েছে । বড় বড় রুই কাতলা  পাব এই হেলিকপটার মাঠে ভাবতেই পারিনি । কালু জানান , স্বচ্ছ জলে বড় বড় রুই,  কাতলা দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারিনি ।  তাই বাড়ি থেকে জাল এনে ফেলতেই মিলছে মাছ । স্থানীয় চা দোকানদার অনুপ মাইতি জানান , হেলিপ্যাড মাঠ থেকে ভেটকি ধরে বিক্রি  হচ্ছিল কম দরে । কিনে নিলাম বাড়ির জন্য । টাউনশিপের বেশ কিছু জায়গা থেকে জল কমলেও রানিচক , হাতিবেড়া সহ একাধিক যায়গায় জল জমে রয়েছে ।এরমধ্যেই শনিবার ছিল  নার্সিং এর এন্ট্রান্স পরীক্ষা । হলদিয়ার একটি বেসরকারি পরীক্ষা কেন্দ্রে জমা জল পেরিয়েই যেতে হয় অভিবাবক ও পরীক্ষার্থীদের বলে অভিযোগ । নিকাশি নালা সংস্কার না করা , প্লাস্টিক আবর্জনার বাড় বাড়ন্তের কারনে অবরুদ্ধ নিকাশি ও বন্দর ও পুরসভার গাফিলতির দিকেই আঙুল তুলছেন  ভুক্তভোগী  বাসিন্দারা।  সমাজ মাধ্যমে চলছে  কটাক্ষ । জল কমলেও টাউনশিপ বাস স্ট্যান্ড সংলগ্ন বস্তির বাসিন্দাদের একাংশের অভিযোগ , জলে ভেসে গিয়েছে হাড়ি , কড়ার মত দরকারি সামগ্রীও।  

      

No comments