ভিডিও দেখতে হলে ক্লিক করুন।https://youtu.be/eJuyW6G9BLI
প্রদীপ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুরঃ স্বাধীনতা দিবসের আগে ফের তৎপর পুলিশ। শুরু হলো নাকা চেকিং। পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরে ট্রাফিক পুলিশের তরফে এই বিশেষ অভিযান। এ দিন …
ভিডিও দেখতে হলে ক্লিক করুন।https://youtu.be/eJuyW6G9BLI
প্রদীপ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুরঃ স্বাধীনতা দিবসের আগে ফের তৎপর পুলিশ। শুরু হলো নাকা চেকিং। পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরে ট্রাফিক পুলিশের তরফে এই বিশেষ অভিযান। এ দিন রাতে এগরা ট্রাফিক পুলিশের তরফে শহরে এই স্পেশাল অভিযান। ট্রাফিক পুলিশ সূত্রের খবর, শহরের সমস্ত জায়গায় চিরুনি তল্লাশি করে পুলিশ। পাশাপাশি সমস্ত গাড়ি ঘিরে ছানবিন করে পুলিশ। পুলিশ সূত্রের দাবি, স্বাধীনতা দিবসের আগে কোথায় কোন নাশকতার ছক থাকতে পারে কি না, তাও গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। কাউকে কোনভাবেই রেয়াত করা হবে না। নেতৃত্বে ছিলেন এগরার ট্রাফিক অফিসার (ওসি) প্রসেনজিৎ প্রামানিক ও ট্রাফিক অফিসার প্রদীপ মজুমদার- সহ অন্যান্যরা।
No comments