হঠাৎ খোকন প্রশ্ন করে মাকেবলো তো মা, স্বাধীনতা বলে কাকে?
স্বাধীনতা কি?ফুল?দাদুর সাদা চুল?নাকি, দিদার কানের দুল?
স্বাধীনতা কি? ঘুড়ি? তোমার হাতের চুড়ি? …
হঠাৎ খোকন প্রশ্ন করে মাকে
বলো তো মা, স্বাধীনতা বলে কাকে?
স্বাধীনতা কি?
ফুল?
দাদুর সাদা চুল?
নাকি, দিদার কানের দুল?
স্বাধীনতা কি?
ঘুড়ি?
তোমার হাতের চুড়ি?
নাকি আলু দিয়ে পুরি?
স্বাধীনতা কি?
খাতা?
গাছের সবুজ পাতা?
নাকি, দাদুর হাতের ছাতা?
স্বাধীনতা কি?
লাল?
টক, মিষ্টি, ঝাল?
নাকি মাছ ধরার জাল?
স্বাধীনতা কি?
পার্টি?
উজান এবং ভাটি?
নাকি, কৃষকের ক্ষেতের মাটি?
স্বাধীনতা কি?
নূপুর?
খেতে বসা দুপুর?
নাকি, বৃষ্টি টাপুর টুপুর?
স্বাধীনতা কি?
বই!
মাঝির নৌকার ছই?
নাকি, চিড়ার সাথে দই?
বলো মা, স্বাধীনতা আসলে কি?
স্বাধীনতা হলো,
আমাদের দেশ,
গেরুয়া সাদা সবুজের মাঝে অশোকচক্রের বেশ !
যা দেখে বুকের মাঝে জাগে প্রেম স্বদেশ।
No comments