Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গাছ লাগান,প্রান বাঁচান, জেলায় বিভিন্ন জায়গায় গাছ তুলে দিলেন বৃক্ষপ্রেমী- দিলীপ পাত্র

গাছ লাগান প্রাণ বাঁচান,গাছ জীবনের অমূল্য সম্পদ। এই শ্লোগান রেখে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় বৃক্ষরোপন কর্মসূচীতে অংশ গ্রহণ করেন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে পৌচ্ছে যান গাছ নিয়ে আর সকলকে গাছের চারা তুলে দেন নির্দ্বিধা…

 





গাছ লাগান প্রাণ বাঁচান,গাছ জীবনের অমূল্য সম্পদ। এই শ্লোগান রেখে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় বৃক্ষরোপন কর্মসূচীতে অংশ গ্রহণ করেন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে পৌচ্ছে যান গাছ নিয়ে আর সকলকে গাছের চারা তুলে দেন নির্দ্বিধায়। পূর্ব মেদিনীপুর জেলার শিক্ষক বৃক্ষপ্রেমিক ময়না প্রত্যন্ত গ্রামের মানুষ দিলীপ পাত্র। শুধুই কি গাছ লাগান? পেপার পত্রিকা এবং নিজে বহু বই প্রকাশ করেছেন, তাতেই তুলে ধরেছেন গাছের গুনাবলী গাছ কিভাবে আমাদের রক্ষা করতে পারে এবং বিভিন্ন জায়গায় তার বক্তব্যের মধ্যে গাছ জীবন এই শ্লোগানকে  সামনে রেখে  দীর্ঘদিন ধরে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন এবং পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় তার নিজের রোপন করা গাছ এখনো বড় হচ্ছে। আম্ফান ইয়াস ঘূর্ণিঝড়ে  বহু গাছ নষ্ট হয়েছে। সেই সময় থেকে কয়েক হাজার গাছ তিনি বিভিন্ন জায়গায় স্বেচ্ছাসেবী সংস্থা ক্লাব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থেকে তিনি ছোট ছোট শিশুদের এবং অতিথিদের হাতে গাছ তুলে দেন এবং তিনি নিজেও পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় তিনি গাছ লাগিয়েছেন। আজ তাম্রলিপ্ত যুব ইউনাইটেড ক্লাবের সদস্যদের সবুজায়নের  লক্ষ্যে  চারা গাছ তুলে দিলেন ময়না র বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র। চলতি বছরে পাঁচশোর বেশি চারা গাছ বিভিন্ন সংস্থা কে বিতরণ করেন। পরিবেশ রক্ষায় তাঁর এমন  কাজ কে এলাকার মানুষ সাধুবাদ জানায়।


No comments