খাদ্য আন্দোলনের রক্তাক্ত দিন। আজও প্রতিদিন মাঠে ময়দানে, গণআন্দোলনে, কলে-কারখানায়, আন্দোলন-সংগ্রামে রক্ত ঝরানো ও প্রাণহারানো লড়াকু সংগ্রামী সাথীদের আজকের দিনটিতে শ্রদ্ধায় স্মরণের মধ্য দিয়ে আগামী দিনের লড়াই আন্দোলনের শপথ …
খাদ্য আন্দোলনের রক্তাক্ত দিন। আজও প্রতিদিন মাঠে ময়দানে, গণআন্দোলনে, কলে-কারখানায়, আন্দোলন-সংগ্রামে রক্ত ঝরানো ও প্রাণহারানো লড়াকু সংগ্রামী সাথীদের আজকের দিনটিতে শ্রদ্ধায় স্মরণের মধ্য দিয়ে আগামী দিনের লড়াই আন্দোলনের শপথ গ্রহণের দিন।
এদিন তমলুকের জেলা কেন্দ্রে- পূর্ব মেদিনীপুর জেলা সারা ভারত কৃষক সভা ও সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন সহ অন্যান্য সংগঠনগুলির কর্মী নেতৃত্বদের নিয়ে যথাযথ মর্যাদার সাথে দিনটি পালিত হয় ।জেলা কেন্দ্র ছাড়াও জেলার সর্বত্র পালিত হচ্ছে।
জেলার গণ আন্দোলনের নেতা নিরঞ্জন সিহি, ক্ষেতমজুর ইউনিয়নের জেলা সম্পাদক হিমাংশু দাস, কৃষক সভার নেতা মহাদেব মাইতি, মহিলা নেত্রী রিতা দত্ত,যাদবেন্দ্র সাহূ, মদন মাইতি, মানস ভুঁইয়া প্রমুখ নেতৃত্ব কর্মীগণ উপস্থিত ছিলেন।
No comments