Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

করোনা সচেতনতায় র‍্যালী ও মাস্ক বিলি কাঁথি লায়ন্স ক্লাবের

মারন ভাইরাস করোনার বিরুদ্ধে লড়াইতে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে মাস্ক- স্যানিটাইজার -লিফলেট আগেই বিলি করেছে কাঁথি লায়ন্স ক্লাব।গত ১০ এপ্রিল থেকে রাজ্য সরকারের স্বাস্থ্য মন্ত্রকের সহায়তায় কাঁথি পৌরসভার ব্যাবস্থাপনায় টীকা প্রদান কে…

 





মারন ভাইরাস করোনার বিরুদ্ধে লড়াইতে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে মাস্ক- স্যানিটাইজার -লিফলেট আগেই বিলি করেছে কাঁথি লায়ন্স ক্লাব।গত ১০ এপ্রিল থেকে রাজ্য সরকারের স্বাস্থ্য মন্ত্রকের সহায়তায় কাঁথি পৌরসভার ব্যাবস্থাপনায় টীকা প্রদান কেন্দ্র পরিচালনা করছে কাঁথি লায়ন্স ক্লাব।এবার নতুন লায়ন্স বর্ষের প্রথম দিন সকালে করোনা প্রতিরোধে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বর্নাঢ্য ট্যাবলো নিয়ে রাস্তায় নামে পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম এই আন্তর্জাতিক সংস্থা।আর সেই কর্মসূচীর নেতৃত্বে ক্লাবের নব নির্বাচিত সভাপতি সুস্মিত মিশ্র ।

সরস্বতিতলায় ক্লাবের সামনে থেকে এই পদযাত্রার সূচনা হয় ।ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রাক্তন সভাপতি বারিদ বরন মন্ডল,অনিল পন্ডিত,প্রাক্তন সভাপতি অশোক নন্দ ,অন্যতম প্রবীন সদস্য হরিসাধন দাস অধিকারী সহ মধুসুদন দাস অধিকারী,মনোতোষ পাহাড়ি,সহ সভাপতি শান্তনু গিরি ,সম্পাদক তরুন মহাপাত্র,কোষাধ্যক্ষ ইন্দ্রনীল সামন্ত,মুখপাত্র তপন সাহু,ফাস্ট লেডি রাজনন্দিনী নন্দ মিশ্র প্রমুখ পা মেলান এই পদযাত্রায়।একই সাথে কাঁথি লিও ক্লাবের সভাপতি অরিত্র দে সহ একাধিক লিও সদস্য-সদস্যা এবং একাধিক কোয়াক চিকিৎস্যক এই করোনা প্রতিরোধে সচেতনতা যাত্রায় অংশ গ্রহন করেন ।ট্যাবলো থেকে মাইকিং করে মানুষকে সচেতন করার প্রচেষ্টা চালানো হয় ।সেই সাথে বিলি করা হয় মাস্ক-স্যানিটাইজার-লিফলেট।

কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র বলেন আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে করোনার তৃতীয় ঢেউ আমাদের দেশে আছড়ে পড়ার আশংকা করছেন বিশেষজ্ঞরা।তার আগে সাধারন মানুষকে সচেতন করে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।আমরা আমাদের সাধ্য মত সেই প্রচেষ্টা চালাছি।

No comments