Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোভিড বিধি মেনে কাঁথি লায়ন্স ক্লাবের সাফাই অভিযান

প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে সাফাই অভিযান চালালো কাঁথি লায়ন্স ক্লাব।ভোলানাথ মেমোরিয়াল চক্ষু হাসপাতাল চত্বরে মঙ্গলবার এই অভিযান চালানো হয়।গত ১০ এপ্রিল থেকে কাঁথি লায়ন্স ক্লাবের ভোলানাথ মেমোরিয়াল চক্ষু হাসপাতালে করোনা ভ্যাকসিনেশান…

 






প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে সাফাই অভিযান চালালো কাঁথি লায়ন্স ক্লাব।ভোলানাথ মেমোরিয়াল চক্ষু হাসপাতাল চত্বরে মঙ্গলবার এই অভিযান চালানো হয়।

গত ১০ এপ্রিল থেকে কাঁথি লায়ন্স ক্লাবের ভোলানাথ মেমোরিয়াল চক্ষু হাসপাতালে করোনা ভ্যাকসিনেশান সেন্টার চলছে।উল্লেখ্য সারা রাজ্যের মধ্যে দ্বিতীয় এবং পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম কোন স্বেচ্ছাসেবী সংগঠনে সরকারী সহায়তা ও নজরদারিতে ভ্যাকসিনেশান সেন্টার চালু হয় কাঁথি লায়ন্স ক্লাবে।সেই সেন্টারের পার্শ্ববর্তী এলাকায় জুড়ে চলে সাফাই অভিযান।

কাঁথি লায়ন্স ক্লাবের এনভায়রনমেন্ট কমিটির চেয়ারম্যান পীযুষকান্তি চক্রবর্তীর নেতৃত্বে এই অভিযান কর্মসূচী অনুষ্ঠিত হয়।অন্যান্যদের মধ্যে ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র, সম্পাদক তরুনকান্তি মহাপাত্র,ট্রেজারার ইন্দ্রনীল সামন্ত, সার্ভিস চেয়ারপার্সন জগদীশ দীন্ডা,ফাস্ট ভাইস প্রেসিডেন্ট অশোক জানা, প্রাক্তন সভাপতি অশোক নন্দ,ডাঃ গৌতম জানা প্রমুখ সদস্য।

কাঁথি লায়ন্স ক্লাবের মুখপত্র তপন সাহু জানিয়েছেন মাসের প্রায় প্রতিদিন ৩০০-৪০০ মানুষ ভ্যাকসিন গ্রহনের জন্যে ভোলানাথ মেমোরিয়াল হাসপাতালে আসেন।এছাড়াও চক্ষু পরীক্ষা করতেও প্রতিদিন বহু মানুষ এখানে আসেন।সেই সেন্টারের চারধার আগাছা ও ময়লা আবর্জনা থাকায় তার সাফাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।এর ফলে হাসপাতাল চত্বরের পরিবেশ  দুষন মুক্ত হল।এর পাশাপাশি ভোলানাথ মেমোরিয়াল চক্ষু হাসপাতালে আসা মানুষদের অন্যকোন ভাইরাস কিংবা রোগে আক্রান্ত হওয়ার প্রবনতা কমবে

No comments