Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গিনেস বুকে নাম তোলার সুযোগ পেল তমলুকের কাকগেছা গ্রামের শেখ আজিজুল

১ ঘন্টায় ২৫৫১ বার পুসআপ করে গিনেস বুকে নাম তোলার সুযোগ পেল তমলুকের কাকগেছা গ্রামের শেখ আজিজুল।বাঁশ কাঠ ও সিমেন্ট দিয়ে নিজের হাতে তৈরি জিমন্যাস্টিকের যন্ত্রাংশ ,অল্পদিনেই পুসআপ করে জায়গা করেছিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডে।এবার সুযোগ…

 





১ ঘন্টায় ২৫৫১ বার পুসআপ করে গিনেস বুকে নাম তোলার সুযোগ পেল তমলুকের কাকগেছা গ্রামের শেখ আজিজুল।বাঁশ কাঠ ও সিমেন্ট দিয়ে নিজের হাতে তৈরি জিমন্যাস্টিকের যন্ত্রাংশ ,অল্পদিনেই পুসআপ করে জায়গা করেছিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডে।এবার সুযোগ পেল গ্রিনিচ বুকে নাম তোলার।১ ঘন্টায় ২৫৫১ বার পুসআপ করে গিনেস বুকে নাম তোলার সুযোগ পেল তমলুকের কাকগেছা গ্রামের শেখ আজিজুল।অলিম্পিকের লক্ষ্যমাত্রা নিয়ে নিজের দারিদ্রতাকে  পেছনে ফেলে  গ্রীনিচ বুকে নাম তোলার সুযোগ পেল তমলুকের কাকগেছা গ্রামের দরিদ্র পরিবারের ছেলে সেক আজিজুল।বাবা পেশায় রাজমিস্ত্রির জোগাড়দার ,বাড়িতে আর্থিক অনটন তার মাঝে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য  জিমন্যাস্টকের  আসবাবপত্র নিজের হাতেই তৈরি করে জিমন্যাস্টিক প্র্যাক্টিস শুরু করেছিল আজিজুল। গত বছর  তিরিশ মিনিট ১১০০ পুসআপ  করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলেছিল এবার  সুযোগ হলো গ্রিনিজ বুকে নাম তোলার।এক ঘণ্টায়  ২৫৫১ বার পুসআপ করে গ্রিনিজের রেকর্ড গড়তে চলেছেন তমলুকের দরিদ্র পরিবারের ছেলে আজিজুর রহমান।স্কুল শিক্ষক ও বন্ধুদের সহযোগিতায় সেই ভিডিও গ্রিনিচ এর ওয়েবসাইটে  আপলোডের সুযোগ পেল আজিজুল।খবর পেয়েই  প্র্যাক্টিস সহ সব দিক থেকে আজিজুলকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা।  স্বতঃস্ফূর্ত   সাহায্যও পেয়েছেন নিজের বন্ধুদের থেকে।দারিদ্রতা কাটিয়ে  জিমন্যাস্টকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার লক্ষ্যমাত্রা তার।চরম দারিদ্রতার  মধ্যেও আজিজুলের একের পর লক্ষ্য পূরনে এগিয়ে যাওয়ায় যথেষ্টই খুশি দরিদ্র বাবা,মা ও প্রতিবেশীরা।

No comments