Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কর্মহারা শিক্ষকদের জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন

ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/JzViCK2gLAg
পশ্চিমবঙ্গ NSQF শিক্ষক পরিবারের তরফ থেকে পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন। তিন দফা দাবি নিয়ে তাদের এই ডেপুটেশন।১) সরকারী বিদ‍্যালয়ে এজেন্সি দিয়ে শিক্ষক নিয়োগ বন্ধ এ…

 



ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/JzViCK2gLAg


পশ্চিমবঙ্গ NSQF শিক্ষক পরিবারের তরফ থেকে পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন। তিন দফা দাবি নিয়ে তাদের এই ডেপুটেশন।

১) সরকারী বিদ‍্যালয়ে এজেন্সি দিয়ে শিক্ষক নিয়োগ বন্ধ এবং এজেন্সি মুক্ত NSQF শিক্ষা করতে হবে, ২) সরাসরি সরকারের আওতায় এনে ৬০ বৎসর অবধি চাকুরী সুনিশ্চিত করে স্থায়ী চুক্তিভিত্তিক শিক্ষকের মর্যাদা দিতে হবে, ৩) ছাত্র ছাত্রীদের স্বার্থে প্রতিটি বিদ‍্যালয়ে SKILL SUBJECT এর উপর জোর দিতে হবে এর ফলে স্কুল ছুট ছাত্র ছাত্রীদের সংখ্যা কমবে। এই তিন দফা দাবি নিয়ে তারা আজ নিমতৌড়ি তে পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দপ্তরের বাইরে মিছিল করে পরবর্তীতে ডেপুটেশন দেন। সূত্রের খবর,

২০১৩ সাল থেকে বিভিন্ন এজেন্সি দ্বারা নিয়োগ করা হয়েছে এই NSQF শিক্ষকদের। সেইজন্য তাঁদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই ধরনের শিক্ষকেরা সরকারি বিদ‍্যালয়ে সাধারণ বিষয়ের পাশাপাশি দক্ষতার বিভিন্ন বিষয়গুলি নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদান করে থাকেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এইরাজ‍্যে কর্মরত কারোর চাকুরী যাবে না, সেখানে বর্তমান করোনা পরিস্থিতিতে প্রায় ১০০ শিক্ষক কর্মহারা। মহামারী পরিস্থিতিতে প্রায় ১.৫ বছর বিদ‍্যালয় বন্ধ থাকলেও অনলাইন ক্লাস থেকে মিড ডে মিল এবং বিদ‍্যালয়ের যাবতীয় কাজ তারা করে আসছেন । তাই কর্ম হারা অবস্থায় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে তাদের এই ডেপুটেশন।

No comments