Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাঁথিতে আবারও বড় ধরনের ভুয়ো শিক্ষক নিয়োগ দূর্নীতি এলো সামনে

ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/ZRv84HL6z0Iগ্রেফতার এক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণধার ।দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।অভিযুক্ত ১১ জনের মধ্যে  পলাতক সেই কাঁথি পৌরসভা ত্রিপল চুরির ঘটনায় অভিযুক্ত হিম…

 



ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/ZRv84HL6z0I

গ্রেফতার এক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণধার ।দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।অভিযুক্ত ১১ জনের মধ্যে  পলাতক সেই কাঁথি পৌরসভা ত্রিপল চুরির ঘটনায় অভিযুক্ত হিমাংশু মান্না ।অভিযোগ পত্রে নাম উঠল আবারও শুভেন্দুর ।ইতিমধ্যেই কাঁথি পৌরসভার ত্রিপল চুরির ঘটনায় অন্যতম অভিযুক্ত বর্তমান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ও তার ভাই প্রাক্তন পুরপ্রধান সৌমেন্দু অধিকারী ও কাঁথি পৌরসভার কর্মী দুই কর্মী হিমাংশু মান্না এবং প্রতাপ দে অভিযুক্ত রয়েছে ।ত্রিপল চুরির ঘটনায় শুধুমাত্র প্রতাপ দে গ্রেফতার হয়েছে ।শুভেন্দু ও সৌমেন্দু ইতিমধ্যেই  হাইকোর্টের শরণাপন্ন হয়েছে কিন্ত অন্যতম অভিযুক্ত কাঁথি পৌরসভার কর্মী হিমাংশু মান্না পলাতক রয়েছে ।আবারও কাঁথি থানাতে  সেই হিমাংশু মান্না ও রাখাল বেরা বড় ধরনের অভিযোগে অভিযুক্ত হল ।রাখাল বেরাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে  কোলকাতার মানিকতলা থানা চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে যা ইতিমধ্যেই লাল বাজার দূর্নীতি দমন শাখা তদন্ত করছে ।এখনো পর্যন্ত কাঁথির পুলিশ সূত্রের খবর এই হিমাংশু মান্না ও রাখাল বেরা সহ এগার জনের নামে ভুয়ো কম্পিউটার শিক্ষক নিয়োগ পত্র দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ করা হয়েছে ।এখনো পর্যন্ত এই ঘটনায় কাঁথির এক এক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণধারকে গ্রেফতার করে পুলিশ তাকে দশ দিনের নিজেদের  হেফাজতে নিয়েছে ।এখানে সব থেকে বড় বিষয় হল অভিযোগ কারী কাঁথি থানাতে যে অভিযোগ করেছেন তিনি বলছেন ঐ নিয়োগ পত্র নিয়ে নির্দিষ্ট স্কুল জয়েন্ট করতে গেলে স্কুল কর্তৃপক্ষ ভুয়ো নিয়োগ পত্র বলে তাড়িয়ে দিয়েছে ।এবং পরে যখন টাকা ফেরত দেওয়ার জন্য যখন গিয়েছেন তখন এই রাখাল বেরা ও হিমাংশু মান্না শুভেন্দু অধিকারীর নাম করে তাদের ভয় দেখিয়েছে ।তাছাডাও বেশী কাউকে জানালে তাদের গায়েব করে দেওয়ার হুমকি দেওয়া হোতো ।অভিযুক্ত এই এগার জনের মধ্যে এখনও পর্যন্ত এক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণধার গ্রেফতার হয়েছে । বর্তমানে রাখাল বেরা ইতিমধ্যেই জেলে রয়েছে বাকি সব পলাতক ।পুলিশ এখন হন্যে হয়ে হিমাংশু মান্নাকে খুঁজে চলেছে ।আবারও কাঁথিতে ভুয়ো কম্পিউটার শিক্ষক নিয়োগ কেলেংকারী সামনে আসায় এবং আবারও সেই শুভেন্দুর নাম এসে যাওয়ায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়াল কাঁথি সহ  পূর্ব মেদিনীপুর জেলাতে ।


No comments