ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/Cs68CGcNF3Uমাধ্যমিক ২০২১ এর রাজ্যে মাধ্যমিক পরীক্ষায় ৭৯ জন প্রথম হয়। তাঁর মধ্যে পূর্ব মেদিনীপুরের হলদিয়া থানার মাধ্যমিক পরীক্ষার্থী প্রথম হয়। তাঁর মধ্যে হলদিয়ার পৌর পাঠভবনের কৃতী ছাত্…
ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/Cs68CGcNF3U
মাধ্যমিক ২০২১ এর রাজ্যে মাধ্যমিক পরীক্ষায় ৭৯ জন প্রথম হয়। তাঁর মধ্যে পূর্ব মেদিনীপুরের হলদিয়া থানার মাধ্যমিক পরীক্ষার্থী প্রথম হয়। তাঁর মধ্যে হলদিয়ার পৌর পাঠভবনের কৃতী ছাত্রী সায়ন্তনী সাউ ৬৯৭ নং নিয়ে পাস করে নজির সৃষ্টি করে।সায়ন্তনীর বাবা সুব্রত সাউ প্রাইভেট শিক্ষক। তাঁর মা গৃহকর্তী। তাঁদের মেয়ের রাজ্যের মধ্যে ভাল স্থান পাওয়ায়, আপ্লুত তাঁরা। পৌরসভার অন্তর্গত 25 নং ওয়ার্ডের ভাল মার্কস নিয়ে পাস করা মুখ উজ্জ্বল করেছে। আজ দুপুরে হলদিয়া পৌর পাঠভবনে মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে হলদিয়ার পৌর পাঠভবনের ৮ জন কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেয় হলদিয়া পৌরসভার চেয়ারম্যান এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দ । কৃতি ছাত্র ছাত্রীরা জানায় তারা প্রত্যেকেই বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতে চায়।
No comments