হলদিয়া:- মঙ্গলবার হলদিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুতাহাটা সংলগ্ন এলাকায় স্থানীয় একটি গ্ৰামের মাছচাষি শংকর খাটুয়ার মাছের ভেড়িতে মাছ ধরার জালে আটকে পড়ে একটি তেঁতুলে খরিস সাপ।সাপটি উদ্ধার করার জন্য পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদ…
হলদিয়া:- মঙ্গলবার হলদিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুতাহাটা সংলগ্ন এলাকায় স্থানীয় একটি গ্ৰামের মাছচাষি শংকর খাটুয়ার মাছের ভেড়িতে মাছ ধরার জালে আটকে পড়ে একটি তেঁতুলে খরিস সাপ।
সাপটি উদ্ধার করার জন্য পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য স্নেক ম্যান নকুল চন্দ্র ঘাঁটী কে খবর দেওয়া হয়।
সাপটি উদ্ধার করে নকুল বাবু জানিয়েছে মাছ ধরার জালের ফাঁসে জড়িয়ে সাপটি আহত হয়েছে।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পক্ষ থেকে প্রাথমিক ভাবে সাপটি গায়ে ঔষুধ লাগিয়ে দেওয়া হয়েছে।
এবং সুস্থ হলেই সাপটিকে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে।
No comments