Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

২ রা আগস্ট থেকে ৪ রা আগস্ট ব্লকে ব্লকে ডেপুটেশন অবস্থান কর্মসূচির ডাক কৃষক সভা

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত দুদিনের ভয়ানক বৃষ্টিতে যে প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে তারমধ্যে পূর্ব মেদিনীপুর জেলার নদী ও সমুদ্র বিস্তৃত এলাকা গুলি তে সবথেকে বেশি ক্ষতি হয়েছে। ২৫  টি ব্লক একদিকে জোয়ারের জল আর একদিকে ঘন্টার পর ঘন্টা পর…

 





দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত দুদিনের ভয়ানক বৃষ্টিতে যে প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে তারমধ্যে পূর্ব মেদিনীপুর জেলার নদী ও সমুদ্র বিস্তৃত এলাকা গুলি তে সবথেকে বেশি ক্ষতি হয়েছে। ২৫  টি ব্লক একদিকে জোয়ারের জল আর একদিকে ঘন্টার পর ঘন্টা পর্যাপ্ত বৃষ্টিতে যা মাঠ-ঘাট ঘরবাড়ি সব জলের তলায় । রামনগর, দেশপ্রাণ ,খেজুরি, হলদিয়া, নন্দীগ্রাম মহিষাদল সহ বিভিন্ন এলাকায় মানুষের জনজীবন ব্যাহত হয়েছে। বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।এমনকি চাষের ছোট ছোট ধানি চারা পর্যন্ত জলের তলায় ।যা আগামী দিনে চাষের ক্ষেত্রে খুবই সমস্যায় পড়বেন। এবছরের চাষ না  হওয়ারি একটা অবস্থা তৈরি হয়েছে। কৃষক ও খেতমজুর, শ্রমজীবী সাধারণ মানুষ জন বিপর্যয়কর  অবস্থার মধ্যে পড়েছেন।  একে মুকাবেলা করার মত প্রচেষ্ট  নেই সরকারের। পরিকল্পনাবিহীন কাজের জন্যই সরকারের ভূমিকা এই ক্ষতির জন্য দায়ী। জেলার অন্যান্য এলাকার মতো খেজুরি তে ও মানুষের মধ্যে এই ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ।  অবিলম্বে সরকারকে এ বিষয়ে নজরদারি করে আগামী দিনের পরিকল্পনা গ্রহণ করা এবং এই ক্ষতিকে সামলে উঠার মত নিঃস্বার্থ ভাবে দল না দেখে মানুষের কাজ করা । অবিলম্বে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে সরকারি সাহায্য ও চাষের উপযোগী সবরকম সাহায্য সহযোগিতার দাবি তুলেছেন কৃষক ও ক্ষেতমজুর সংগঠন ।যৌথভাবে এই জেলায় আগামী ২ রা আগস্ট থেকে ৪ রা আগস্ট ব্লকে ব্লকে ডেপুটেশন অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।  এই মুহূর্তে কৃষক ও ক্ষেতমজুরদের দাবির ভিত্তিতে সারা ভারত কৃষক সভাও সারা ভারত খেতমজুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে সম্পাদক সত্য রঞ্জন দাস ও  হিমাংশু দাস আন্দোলন গড়ে তোলে মানুষের কাছে থাকার আহ্বান জানান ।

No comments