Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং!! ঐতিহ্যবাহী ব্রিটিশ আমলের টিউবওয়েল চুরি

হলদিয়া ব্লকের চকদ্বীপা অঞ্চলের ডালিম্ব চক( পূর্বে কলতলা নামে পরিচিত) গ্রামে গত কয়েক দিন আগে ব্রিটিশ আমলের টিউবওয়েল চুরি হয়ে যায়। সূত্রে জানা যায় তথাকথিত আছে ঐ টিউবওয়েল টি ২০০ বছর আগে তৎকালিন ব্রিটিশ সরকারের আমলে। কলতলা মোড়ে  বস…

 




হলদিয়া ব্লকের চকদ্বীপা অঞ্চলের ডালিম্ব চক( পূর্বে কলতলা নামে পরিচিত) গ্রামে গত কয়েক দিন আগে ব্রিটিশ আমলের টিউবওয়েল চুরি হয়ে যায়। সূত্রে জানা যায় তথাকথিত আছে ঐ টিউবওয়েল টি ২০০ বছর আগে তৎকালিন ব্রিটিশ সরকারের আমলে। কলতলা মোড়ে  বসানো হয়েছিল। প্রায় ১২-১৫ টি গ্রামের মানুষ জল নিতে আসতেন। জল নেওয়ার জন্য বিশাল লাইন পড়ে যেত মাটির কলসি নিয়েই তখনকার মানুষ আসতেন জল নেওয়ার জন্য। কলসি ভেঙে গেলে পাবে কোথায় সেই জন্য কাছাকাছি একটি কুমোর বাড়ি ছিল সেখান থেকে তারা কলসী  নিয়ে জল ভর্তি করে নিয়ে যেত। ,গত ২ দিন আগে রাতের অন্ধকারে কেউ বা কারা ঐ টিউবওয়েলটি চুরি করে। অবিভক্ত সুতাহাটা বিধানসভা এলাকায় মোট পাঁচটি টিউবওয়েল সেই সময় ছিল। একটি সুতাহাটা থানার সামনে ,একটি মনোহরপুর এবং আরেকটি দেভোগ্রামে ত্রিপার্টিদের বাড়ির সামনে অপরটি বাড়ঘাসিপুর গ্রামে প্রামানিক পাড়ায় । অপরটি এই কলতলা এই খান থেকে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষের বাড়িতে  জল নিয়ে যেতেন সেই ঐতিহ্যপূর্ণ টিউবওয়েলটি চুরি হয়ে যাওয়ায় এলাকার মানুষের ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকার বাসিন্দা যশোরাজ ব্রহ্মচারী বললেন বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ঐতিহ্যবাহী টিউবওয়েল টি চুরি করে নিয়ে গেছে। আমার আবেদন যে বা যারা নিয়ে গেছেন তাদের কায়েমী স্বার্থের জন্য নিয়ে গেছেন। সরকার নতুন করে একটি টিউবওয়েল  সংস্কার করে এই জায়গার নাম স্মরণীয় করে রাখতে (কলতলায়) উদ্যোগী হবেন। আমার বিশ্বাস এলাকার মানুষের দাবি মেনে স্থানিয়  প্রশাসন এগিয়ে আসবেন। আমার সাথে একমত হয়ে এলাকার মানুষ স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেছেন তাদের এই পুরাতন ঐতিহ্য ফিরিয়ে দিক সরকারএলাকার মানুষ দাবি। স্থানীয় গ্রামবাসী সুকুমার সামন্ত বললেন আমরা দীর্ঘদিন দেখেছি এখানে টিউবওয়েল থাকতে কিন্তু হঠাৎই রাতের অন্ধকারে কে বা কারা তুলে নিয়ে গেছেন আমাদের দাবি টিউবওয়েলের সংস্কার করা হোক। ওই এলাকায় অনেক দোকান হয়ে গেছে তারাও একমত যে এই জায়গাটি নামকরণের সাথে একটি টিউবওয়েল বসানো হোক।




No comments