Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

খড়্গচন্ডী মহাশ্মশানে বৃক্ষ রোপন কাঁথি লায়ন্স ক্লাবের

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির খড়্গচন্ডী মহাশ্মশানে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করলো কাঁথি লায়ন্স ক্লাব।এই কর্মসূচীতে লিও ক্লাবের সদস্যদের উৎসাহ ছিলো চোখে পড়ার মত।শনিবার সকালে শ্মশানের মহাকালী মন্দিরের বাগানে বৃক্ষরোপন কর্মসূচীর সূচনা…

 






পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির খড়্গচন্ডী মহাশ্মশানে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করলো কাঁথি লায়ন্স ক্লাব।এই কর্মসূচীতে লিও ক্লাবের সদস্যদের উৎসাহ ছিলো চোখে পড়ার মত।

শনিবার সকালে শ্মশানের মহাকালী মন্দিরের বাগানে বৃক্ষরোপন কর্মসূচীর সূচনা করেন ক্লাবের এনভায়রনমেন্ট কমিটির চেয়ারম্যান পীযূষকান্তি চক্রবর্তী ।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র।অন্যান্যদের মধ্যে ছিলেন ক্লাবের সম্পাদক তরুন মহাপাত্র,কোষাধক্ষ্য ইন্দ্রনীল সামন্ত,সহ সভাপতি শান্তনু গিরি,মুখপত্র তপন সাহু,প্রাক্তন সভাপতি অশোক নন্দ, সদস্য লেখনী পঞ্চধ্যায়ী,অশোক সাহু প্রমুখ।লিও ক্লাবের সভাপতি অরিত্র দে সহ অন্যান্য লিও সদস্যরা।

কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র জানিয়েছেন শ্মশানের মন্দিরের বাগানে এই কর্মসূচী গ্রহন করার কারনে শুধুমাত্র ফুলের গাছ এখানে রোপন করা হয়েছে।মুলত জবা ফুলের গাছ লাগানো হয়েছে।কাঁথি লায়ন্স ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মন্দির কমিটি।

No comments