সময় আর মাত্র ৪৮ ঘণ্টা! আগামী কাল ৩০ জুলাই পর্যন্ত উচ্চ মাধ্যমিকের রেজাল্ট রিভিউয়ের জন্য আবেদন করা যাবে। বুধবার বিজ্ঞপ্তি দিয়ে একথাই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এর পরে আর কোনও আবেদন গ্রাহ্য করা হবে না। যদিও অনেকেই বলছেন,…
সময় আর মাত্র ৪৮ ঘণ্টা! আগামী কাল ৩০ জুলাই পর্যন্ত উচ্চ মাধ্যমিকের রেজাল্ট রিভিউয়ের জন্য আবেদন করা যাবে। বুধবার বিজ্ঞপ্তি দিয়ে একথাই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এর পরে আর কোনও আবেদন গ্রাহ্য করা হবে না। যদিও অনেকেই বলছেন, সংসদ আপাতত অকৃতকার্যদের বিষয়টি দেখছে বলে নম্বর বাড়ানো সংক্রান্ত আবেদন করা হয়নি। তাছাড়া ইতিপূর্বে উত্তরপত্রের রিভিউ করার কথা জানিয়েছিল সংসদ। কিন্তু, এদিনের বিজ্ঞপ্তিতে সংসদ সাফ জানিয়েছে, তাদের কাছে জমা পড়া নম্বরের ভিত্তিতেই মার্কসের রিভিউ হবে। নতুন করে আর নম্বর জমা দেওয়া যাবে না। এতেই বিভ্রান্তি তৈরি হয়েছে।
কল্যাণীর একটি স্কুলের সহকারি প্রধান শিক্ষক সৌদীপ্ত দাস বলেন, রিভিউ কী, তা সংসদের বিধিতে সুস্পষ্টভাবে বলা আছে। সেটা হল উত্তরপত্রের রিভিউ। কিন্তু, সংসদ এখানে বোঝাতে চাইছে, নম্বর নির্ণয়ের ক্ষেত্রে কোনও ভুল হয়ে থাকলে তার রিভিউ করা হবে। সংসদে আবেদন জমা দেওয়ার পরে কোনও রসিদ দেওয়া হচ্ছে না। ফলে পরবর্তীতে স্কুলগুলি সমস্যায় পড়তে পারে। এদিকে, সংসদের তথ্য বলছে, ৬০ শতাংশের কম নম্বর পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ৪ লক্ষ৭০ হাজারের বেশি। আবার ৪০ শতাংশ থেকে ৪৯ শতাংশ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যাও ১ লক্ষ ৭০ হাজারের উপরে। এরা রিভিউয়ের আবেদন করবেন বলে ধরে নেওয়া হচ্ছে। পাশাপাশি অতি মেধাবী ছাত্রছাত্রীদের একটা বড় অংশই নিজেদের নম্বর নিয়ে খুশি নয়। তাঁরাও আবেদন জানাবেন। স্নাতকে ভর্তির আগে এঁদের ফল সংশোধন করাই এখন সংসদের কাছে একটা বড় চ্যালেঞ্জ।
No comments