Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিধায়িকা ও হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান এর বৈঠক

হলদিয়া  বন্দরের শ্রমিক অসন্তোষের জেরে বারে বারে বন্দরের কাজকর্ম আটকে যাচ্ছে। শ্রমিকদের বেতন সংক্রান্ত বিষয় নেই বারেবারে  শ্রমিক অসন্তোষ ....হলদিয়া বন্দরের শ্রমিকদের স্বার্থে হলদিয়া বন্দরে ডেপুটি চেয়ারম্যান মি: অমল কুমার মেহ…

 







 হলদিয়া  বন্দরের শ্রমিক অসন্তোষের জেরে বারে বারে বন্দরের কাজকর্ম আটকে যাচ্ছে। শ্রমিকদের বেতন সংক্রান্ত বিষয় নেই বারেবারে  শ্রমিক অসন্তোষ ....হলদিয়া বন্দরের শ্রমিকদের স্বার্থে হলদিয়া বন্দরে ডেপুটি চেয়ারম্যান মি: অমল কুমার মেহেরা সঙ্গে সাক্ষাৎ করলেন হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল। 

বিধায়িকা তাপসী মন্ডল শ্রমিকদের বেশ কিছু দাবি দাবা নিয়ে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করলেন হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান মি: মেহেরা সাথে। বন্দরে শ্রমিকদের বেতন পরিকাঠামো সংক্রান্ত চুক্তি 2019 সালের 15 ই মার্চ শেষ হয়ে যাবার পর আর বেতন পরিকাঠামো কোনো চুক্তি হয়নি। বর্তমান বাজারের মূল্য বৃদ্ধি হিসাবে শ্রমিকদের বেতন  বাড়ানো পরিকাঠামো সুরক্ষিত করার জন্য বৈঠকে দাবি করলেন। হলদিয়া বন্দরের ক্ষতিগ্রস্থ পরিবারের চাকরির দাবিতে কিংবা কর্মসংস্থানের দাবিতে বৈঠকে আলোচনা করেন। হলদিয়া বন্দরে যেসমস্ত হলদিয়া বাসি জমি অধিগ্রহণ হয়েছিল তাদের পুনর্বাসন যাতে দ্রুত করা হয় সে বিষয়ে নজর দেবার জন্য অনুরোধ করেন  বন্দরের ডেপুটি চেয়ারম্যান মি: মেহেরা কে... সমস্ত দাবীগুলোর বিষয়ে গুরুত্ব দিবেন বলেন জানান বন্দরের ডেপুটি চেয়ারম্যান..মি: অমল কুমার  মেহেরা। উপস্থিত ছিলেন CPT Dpt,chairman কে ডেপুটেশন দেওয়া হয়।  হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডলের নেতৃত্বে।উপস্থিত ছিলেন আনিত সুকুল,প্রদীপ বিজলী,শ্যামল মাইতি, দেবাশিস দাশগুপ্ত ও অন্যান্য ভারতীয় জনতা পার্টির নেতৃত্বগন।



No comments