Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে কাঁথি শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ অবস্থান

কাঁথি শহর তৃণমূল কংগ্রেসের আহ্বানে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির ফলে পেট্রো পণ্য,ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশছোঁয়া দামবৃদ্ধি র প্রতিবাদে চৌরঙ্গী মোড়ে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী …

 





কাঁথি শহর তৃণমূল কংগ্রেসের আহ্বানে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির ফলে পেট্রো পণ্য,ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশছোঁয়া দামবৃদ্ধি র প্রতিবাদে চৌরঙ্গী মোড়ে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী রূপায়িত হয়। অবস্হান কর্মসূচী তে সভাপতিত্ব করেন কাঁথি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক উত্তম বারিক। কর্মসূচী তে  বক্তব্য রাখেন জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর তথা মৎস্য মন্ত্রী অখিল গিরি, প্রাক্তন মন্ত্রী অধ্যাপক জ্যোতির্ময় কর,জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর মামুদ হোসেন, কাঁথি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক উত্তম বারিক,জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গণ রত্নদীপ মান্না, হাবিবুর রহমান ও হরিসাধন দাস অধিকারী, পৌর প্রশাসক সিদ্ধার্থ মাইতি, অামিন সোহেল, সহ-সভাপতি বিকাশ বারিক, রমেন সিংহ,ইমরান অালি খাঁন, রীনা দাস, সাহানা মিশ্র, হাজী শহিদুল খাঁন,ইলা মান্না,পলাশ প্রামাণিক  প্রমুখ নেতৃবৃন্দ। মৎস্য মন্ত্রী অখিল গিরি কেন্দ্রের জনবিরোধী ও বিদ্বেষ সৃষ্টি কারী কেন্দ্রীয় সরকার কে উৎখাত করে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রধানমন্ত্রী করা পর্যন্ত তৃনমুল কংগ্রেসের অান্দোলন চালিয়ে যেতে হবে। অধ্যাপক জ্যোতির্ময় কর মোদীর মত অসত্য কথা বলা ও জনস্বার্থ বিনষ্টকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে জনতার অাদালতে পরাস্ত করতে অান্দোলন চালিয়ে যেতে হবে। জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন কেন্দ্রের সরকার কে বেচারাম সরকার বলে অভিহিত করে বলেন মোদী সরকার সব সরকারী সম্পত্তি জলের দামে অাম্বানী-অাদানীদের বিক্রি করে দিচ্ছেন। পেট্রোল ও ডিজেলের উপর কর চাপিয়ে কেন্দ্রীয় সরকার এ পর্যন্ত ৩ কোটি ৫৫ হাজার টাকা রাজশ্ব অাদায় করেছে। কোভিড টীকা  সরবরাহ নিয়ে কেন্দ্রীয় সরকার টালবাহানা করেই চলেছেন।রাজ্যের পাওনা ৫৬ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত করে চলছে কেন্দ্রীয় সরকার বলে অভিযোগ করেন মামুদ হোসেন।সভা পরিচালনা করেন ইমরান অালি খাঁন।   একই ভাবে দেশপ্রাণ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের অাহ্বানে অাজ অযোধ্যাপুরে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির ফলে পেট্রো পণ্যের দামবৃদ্ধি র বিরুদ্ধে স্বাক্ষর সংগ্রহ অভিযান পরিচালিত হয়। কর্মসূচি তে নেতৃত্ব দেন জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর মামুদ হোসেন, দেবাশীষ ভূঞ্যা,অানসার দপ্তরী,সেক বক্তিয়ার উদ্দিন, অসিত মন্ডল, অজয় সাউ,বিজয় শীট,সেক মোসারফ, সেক রাহেদ উদ্দিন, চন্দন জানা, স্বপন বারিক, পরমানন্দ কামিলা, সেক সাত্তার প্রমুখ নেতৃবৃন্দ।

No comments