Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদল মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ভর্তি

পূর্ব মেদিনীপুরের মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় পোস্ট গ্রাজুয়েশন ভর্তির জন্য আরও দুটি বিষয় অন্তর্ভুক্ত হলো ।প্রথম বছর স্নাতকোত্তর বাংলা ও ইতিহাসের পাঠ্যক্রম চালু হয়।এবছর অংক এবং ইংরেজিতে 30 টি করে মোট 60টিআসনে মাস্টার ডিগ্রিতে…

 





পূর্ব মেদিনীপুরের মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় পোস্ট গ্রাজুয়েশন ভর্তির জন্য আরও দুটি বিষয় অন্তর্ভুক্ত হলো ।প্রথম বছর স্নাতকোত্তর বাংলা ও ইতিহাসের পাঠ্যক্রম চালু হয়।এবছর অংক এবং ইংরেজিতে 30 টি করে মোট 60টিআসনে মাস্টার ডিগ্রিতে ভর্তিরছাড়পত্র পেয়েছে বিশ্ববিদ্যালয় ।আগামী পহলা সেপ্টেম্বর থেকে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তখন বাংলা ,ইতিহাস ,অংক এবং ইংরেজিতে 30 টিকরে মোট একশ কুড়িটি আসনের জন্য আবেদন নেবেবিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুব্রত কুমার দে বলেন ,প্রথম বছর আমরা দু'টি বিষয়ে পড়াশোনার অনুমতি পেয়েছিলাম। এবছরও দুটি বিষয় যুক্ত হলো ।আগামী পহেলা সেপ্টেম্বর থেকে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে ।বর্তমান মহিষাদল রাজ কলেজের নবনির্মিত ছয়তলা বিল্ডিংয়ের মধ্যেবিশ্ববিদ্যালয় চলছে ।গত বছর থেকেই অনলাইনে পড়াশোনা চলছে। যে কারণে ছাত্র-ছাত্রী থেকে অধ্যাপকদের আসা-যাওয়া আপাতত বন্ধ ।কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইছে, নির্মাণ কাজ দ্রুত শেষ হোক। স্বয়ংসম্পূর্ণ ভাবেমহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় এরপথচলা শুরু হোক ।পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত ডিগ্রী কলেজ ওই বিশ্ব বিদ্যালয়ের অধীনে চলে আসবে ।নির্মাণকার্য কিছুটা এগোলেই মহিষাদল রাজ কলেজ এর বিল্ডিং ছেড়ে নিজস্ব ভবনে চলে আসবে বিশ্ববিদ্যালয়। মহিষাদলের বিধায়ক তিলক কুমারচক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পূর্ব মেদিনীপুর জেলা বিশ্ববিদ্যালয় পেয়েছে।একে একে স্নাতকোত্তর এর সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। এর ফলে পূর্ব মেদিনীপুরের ছাত্র-ছাত্রীদের কাছে নাগালের মধ্যে উচ্চ শিক্ষার সুযোগ মিলবে। করোনা মহামারী র কথা মাথায় রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পোস্ট গ্রাজুয়েশন এর সেকেন্ড সেমিস্টার এর পরীক্ষার ফি 500 টাকা মকু ব

 করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 9 আগস্ট থেকে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হবে।তার আগে কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের ফি মকু ব করে দিয়েছে। শুধু প্রসেসিং ফি বাবদ 100 টাকা নেওয়া হবে বলে উপাচার্য জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পড়ুয়া থেকে অভিভাবকরা।

No comments